• দিল্লিতে জরুরি অবতরণ বিমানের
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আতঙ্ক। টেক অফের আধ ঘণ্টা পরেই এয়ারবাসের ডানদিকের ইঞ্জিনে আগুনের সতর্কবার্তা মেলে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনটি বন্ধ করার সিদ্ধান্ত নেন পাইলট। তড়িঘড়ি দিল্লিতে জরুরি অবতরণ করে ইন্দোরগামী বিমানটি। রবিবারের ঘটনা। পরে অন্য একটি বিমানে গন্তব্যের উদ্দেশে রওনা দেন যাত্রীরা। সূত্রের খবর, এদিন ভোরে দিল্লি থেকে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ৩২০ নিও। ৩০ মিনিট পরেই ডানদিকের ইঞ্জিনে আগুনের সংকেত পান পাইলটরা। এরপরেই ওই ইঞ্জিনটি বন্ধ করা হয়। বিমানে কর্মী সহ ৯০ জন যাত্রী ছিলেন। অবশেষে সকাল ৬টা ১৫ নাগাদ জরুরি অবতরণ করে বিমানটি। বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘৩১ আগস্ট দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল ফ্লাইট এআই ২৯১৩। টেক অফের পর ডানদিকের ইঞ্জিনে আগুন লাগার সংকেত মেলে। তারপরেই দিল্লিতে ফিরে আসে বিমানটি।’
  • Link to this news (বর্তমান)