• নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস উত্তরাখণ্ডে, উদ্ধার ১৯ কর্মী
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • পিথোরাগড়: উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির মধ্যে বিপত্তি। ধৌলিগঙ্গা বিদ্যুত্ প্রকল্পের নির্মীয়মাণ টানেল ধসে পড়ে ভিতরে আটকে পড়েন অন্তত ১৯ জন। পরে অবশ্য তাঁদের প্রত্যেকেই উদ্ধার করা হয়। জানা গিয়েছে, আটকে পড়া কর্মীরা সকলেই ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) কর্মী। রবিবার টানেলের ভিতর কাজ চলার সময় বিপত্তি ঘটে। পিথোরাগড়ের পুলিস সুপার রেখা যাদব জানিয়েছেন, প্রবল বৃষ্টির ফলে বিশাল আকারের বোল্ডার উপর থেকে নেমে এসে টানেলের মুখে আটকে যায়। কিক্ষেণের চেষ্টায় আটকে পড়া কর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এনএইচপিসি এবং প্রশাসনের আধিকারিকরা তাঁদের সঙ্গে কথাও বলেন। বিভিন্ন জায়গা থেকে পে-লোডার এনে টানেলের মুখের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। ধরচূলার সহকারী জেলাশাসক জীতেন্দ্র ভর্মা জানিয়েছেন, বৃষ্টির মধ্যে অনবরত বোল্ডার পড়ে চলেছে। বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। সন্ধ্যায় আটকে পড়া ১৯ শ্রমিককে উদ্ধার করা হয়।
  • Link to this news (বর্তমান)