• ইন্দোর: প্রেমিককে বিয়ে করতে বেরিয়ে অন্য এক যুবকের সঙ্গে গাঁটছড়া তরুণীর!
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • ইন্দোর: বাস্তব হার মানায় সিনেমাকেও। ঠিক যেমনটা ঘটেছে ইন্দোরের বিবিএ-র ছাত্রী শ্রদ্ধা তিওয়ারির ক্ষেত্রে। প্রেমিককে বিয়ে করতে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরলেন অন্য যুবককে বিয়ে করে। ঠিক যেন ‘জব উই মেট’-এর গল্প! 

    কী ঘটেছিল? গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন শ্রদ্ধা। প্রেমিক সার্থককে বিয়ে করার প্ল্যান ছিল তাঁর। দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন স্টেশনে। কিন্তু স্টেশনে আসেননি সার্থক। ফোনে নাকি তিনি শ্রদ্ধাকে জানিয়ে দেন, বিয়ে করবেন না। এরপরই একটি ট্রেনে চেপে পড়েন তিনি। নেমে যান রতলাম স্টেশনে। সেখানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁকে বাঁচান ইন্দোরের একজন ইলেকট্রিশিয়ান। নাম করণদীপ। শ্রদ্ধাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন তিনি। যদিও শ্রদ্ধা জানান, ‘আমি বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছিলাম। বাঁচতে পারব না।’ দীর্ঘক্ষণ শ্রদ্ধাকে বুঝিয়ে শান্ত করেন করণদীপ। তাঁকে বিয়ের প্রস্তাবও দেন তিনি। সায় দেন ওই ছাত্রী। এরপর মহেশ্বর-মণ্ডলেশ্বর মন্দিরে গিয়ে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তারপর মন্দসৌরে গিয়েছিলেন দম্পতি। এক সপ্তাহ পর বাড়ি ফিরে যাবতীয় ঘটনা বলেন শ্রদ্ধা। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে পুলিসে খবর দেন তরুণীর বাবা। পুলিস জেরা করেছে সার্থককে। চাঞ্চল্যকর দাবি করেছেন সার্থক। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই শ্রদ্ধার সঙ্গে তাঁর কথা হতো না। অবশ্য মেয়ের বিয়েকে মান্যতা দিতে নারাজ তাঁর বাবাও। কারণ তাঁর ধারণা, মেয়ে মিথ্যা বলছে। করণদীপকে আগে থেকেই নাকি চিনতেন শ্রদ্ধা। পুলিস বিয়ের প্রমাণ চেয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তরুণী ও করণদীপকে।
  • Link to this news (বর্তমান)