বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের হিংসা মণিপুরে। ফুল উৎসবের খবর করতে এসে গুলিবিদ্ধ হলেন নাগাল্যান্ডের এক সাংবাদিক। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মণিপুরের নাগা-অধ্যুষিত সেনাপতি জেলার লাই গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, জখম সাংবাদিকের নাম দীপ সইকিয়া। তাঁর হাতে এবং পায়ে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রাই এয়ারগান সহ একজনকে পুলিসের হাতে তুলে দেয়। রবিবার ডিমাপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে দীপ বলেন, ‘আমরা পাঁচজন অনুষ্ঠান শেষে ফিরছিলাম। রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম। গাড়ি থেকে নামতেই আমার উপর পরপর দুটি গুলি করা হয়। প্রথম গুলিটি ডান পায়ে লাগে। কয়েক সেকেন্ডের ব্যবধানে, দ্বিতীয় গুলি লাগে ডান হাতের নীচে লাগে। পাঁচজন ছিল। বাকিরা অক্ষত। আমাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল।’ সইকিয়ার শরীর থেকে এখনও গুলি বের না হওয়ায় তাঁকে গুয়াহাটিতে স্থানান্তরিত করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। হামলার নিন্দা জানিয়ে নাগা জার্নালিস্টস ইউনিয়ন মণিপুর কমিটি গঠন করেছে।