নয়াদিল্লি: ১৪০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্তে নেমে ডজন খানেক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করল ইডি। তালিকায় রয়েছে পোরসে, মার্সিডিজ, মিনি কুপার, বিএমব্লুর মতো গাড়ি। উদ্ধার করা হয়েছে তিনটি সুপার বাইকও। রবিবার ওড়িশার এক ব্যবসায়ীর ভুবনেশ্বরের বাড়ি, অফিস সহ একাধিক স্থানে হানা দেয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে গাড়ি-বাইক ছাড়াও ১৩ লক্ষ টাকার নগদ ও ১ কোটি ১২ লক্ষ টাকার গহনাও উদ্ধার করা হয়েছে। ইডি সূত্রে খবর, হিমাচল প্রদেশের সংস্থা ইন্ডিয়ান টেকনোম্যাক কোম্পানি লিমিটেড (আইটিসিওএল)-এর বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে উল্লিখিত সংস্থা ও তার কর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হিমাচল পুলিসের সিআইডি। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে ভুয়ো নথি দিয়ে ব্যাঙ্কের কনসর্টিয়াম থেকে বিপুল টাকা ঋণ নিয়েছিল তারা। সেই অর্থ যথাযথ স্থানে ব্যবহার না করে বিভিন্ন সংস্থার মাধ্যমে অন্যত্র খাটানো হয়েছিল। ইডি সূত্রে খবর, আনমোল মাইন্স প্রাইভেট লিমিটেড (এমপি)—এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার প্রায় ৬০ কোটি টাকা জমা পড়েছিল। এই সংস্থার এমডি শক্তিরঞ্জন দাস ইচ্ছাকৃতভাবে বিপুল অর্থ ওড়িশার খনি ব্যবসায় লগ্নি করেছিলেন। এদিন ভুবনেশ্বরে তল্লাশি চালিয়ে দাস ও তাঁর সহযোগীদের ১০টি লাক্সারি গাড়ি ও তিনটি সুপার বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, এই দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই ৩০০ কোটির বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।