লখনউ: উত্তরপ্রদেশের লখনউয়ে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার দুপুরে গুডাম্বার বেহতা অঞ্চলের এই দুর্ঘটনায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। জখমদের মধ্যে দু’জন আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক ও তাঁর স্ত্রী। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাছে থাকা চারটি বাড়ি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জখমদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশও দেন তিনি।
স্থানীয়দের দাবি, রবিবার দুপুরে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ধসে পড়ে কারখানার ছাদ। নীচেই পাঁচজন চাপা পড়েন। চিৎকার শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে শুরু হয় উদ্ধারকাজ। এসিপি অনিন্দ্য বিক্রম সিং বলেন, ‘ওই বাড়িতেই বাজি বানানো হতো। বিস্ফোরণে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।’ খবর পাওয়ামাত্র ঘটনাস্থল পরিদর্শনে যান জেলাশাসক বিশাখ জি। তিনি বলেন, ‘আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন স্থিতিশীল। আশেপাশে থাকা প্রায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার তদন্ত চলছে।’