ভুবনেশ্বর: ফের ওড়িশা। এবার চাকরির টোপ দিয়ে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ঘটনা। পুলিস জানিয়েছে, বাংরিপোসি থেকে ওই তরুণীকে দুই পরিচিত ব্যক্তি চাকরির দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রায় ৮০ কিলোমিটার দূরে উদালা ও বালেশ্বর সড়কের মাঝে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে আরও তিনজন যোগ দেয়। এরপর পাঁচজন মিলে তাঁকে গণধর্ষণ করে। তরুণীকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সেখান থেকে কোনওক্রমে বাড়ি ফিরে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে পুলিস দু’জনকে আটক করেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সম্প্রতি বালেশ্বরে এক তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই তরুণীকে টানা ছ’মাস অপহরণ করে নির্যাতন চালায় অভিযুক্তরা। গত মাসে সম্বলপুরেও ধর্ষণের শিকার হয়েছিল এক নাবালিকা।