• আজ ফের ডিএ মামলার শুনানি
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ দুপুর দুটোয় সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির জন্য তালিকাভূক্ত হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে শুনানি হবে। মূল মামলার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার তিনটি  মামলারও শুনানি হবে। কেন্দ্রীয় হারেই তাদের ডিএ দিতে হবে বলেই দাবি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। যদিও রাজ্য সরকার জানিয়েছে, তা দিতে পারবে না। কেন্দ্রীয় হারে ডিএর বকেয়া মেটাতে সরকারের খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। তাছাড়া কেন্দ্রীয় হারে না হলেও রাজ্য সরকারি ডিএ পান। মহার্ঘ ভাতা অধিকার, তবে তা মৌলিক অধিকার নয় বলেই রাজ্যের বক্তব্য। এমত পরিস্থিতিতে আপাতত ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রা‌জ্য তাও দেয়নি। তাই মামলায় জটিলতা বেড়েছে। এখন দেখার কী বলে সুপ্রিম কোর্ট। স্রেফ ডিএ মামলাই নয়। আজ প্রধান বিচারপতির এজলাসে ওবিসি মামলাও শুনানির জন্য তালিকাবদ্ধ হয়েছে।  
  • Link to this news (বর্তমান)