• ৭ হাজারের বেশি দুর্নীতি মামলা ঝুলে সিবিআইয়ের, কেন্দ্রীয় ভিজিলেন্স রিপোর্ট
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: মোট ৭ হাজার ৭২টি। সিবিআইয়ের তদন্তাধীন এই বিপুল পরিমাণ দুর্নীতি মামলার বিচার আজও শেষ হয়নি। এরমধ্যে কোনও মামলা পাঁচ, কোনওটা ১০, আবার কোনওটা ২০ বছরের পুরনো। বিরোধীরা নয়। এই রিপোর্ট দিয়েছে খোদ কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (সিভিসি)। তারা জানিয়েছে, এই ৭ হাজার ৭২টি মামলার মধ্যে ৩৭৯টি মামলা ২০ বছরের বেশি পুরনো। রিপোর্ট বলছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিবিআইয়ের তদন্তাধীন ৭ হাজার ০৭২টি দুর্নীতির মামলার বিচার আদালতে আজও শেষ হয়নি। তার মধ্যে ১ হাজার ৫০৬ মামলা প্রায় ৩ বছরের পুরনো। ৩ থেকে ৫ বছরের পুরনো মামলার সংখ্যা ৭৯১। ৫ থেকে ১০ বছর ধরে বিচারাধীন রয়েছে ২ হাজার ১১৫ মামলা। আবার ২ হাজার ২৮১টি দুর্নীতি মামলা আদালতে ঝুলে রয়েছে প্রায় ১০-২০ বছর ধরে। এখানেই শেষ নয়। এমন বহু দুর্নীতি মামলা রয়েছে, যেখানে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হয়েছে। সেই সব মামলাও বিচারাধীন। সেই সংখ্যাটা ১৩ হাজার ১০০। কিন্তু, কেন এমন উদ্বেগজনক পরিসংখ্যান সামনে আসছে? তার ব্যাখ্যাও রিপোর্টে উল্লেখ করেছে সিভিসি। রিপোর্টে মূলত বিভিন্ন মামলার চাপ, কম লোকবল, তদন্তে অন্য দেশের সাহায্য না-পাওয়া এবং অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না মেলার মতো কারণ দেখানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)