• পথ কুকুরের রায় বিশ্বখ্যাত করেছে, মত বিচারপতির
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: পথ কুকুরদের নিয়ে রায় বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে। মশকরা করে জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ। এমনিতে কঠিন সওয়াল জবাবের মধ্যে হালকা মন্তব্যের জন্য পরিচিতি রয়েছে তাঁর। আদালতের বাইরেও সুরসিক হিসেবে তাঁর সুনাম। এহেন বিচারপতি বিক্রম নাথকেই পথ কুকুর সংক্রান্ত রায় পুনর্বিবেচনার 

    জন্যে গঠিত তিন সদস্যের বেঞ্চের নেতৃত্ব তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি বি আর গাভাই। শনিবার কেরলের তিরুবনন্তপুরমে মানুষ এবং বন্যপ্রাণের সংঘাত নিয়ে আলোচনার আয়োজন করেছিল ন্যাশনাল লিগাল সার্ভিস অথরটি (এনএএসএসএ)। সেই অনুষ্ঠানেই পথ কুকুর সংক্রান্ত তাঁর সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তোলেন অনুষ্ঠানের অন্যতম বক্তা বিচারপতি বিক্রম নাথ। সেখানে তিনি বলেন, ‘আইনি পেশার সঙ্গে যুক্তরা আমার ভিন্নধর্মী কাজের দায়িত্ব সম্পর্কে অবগত। তবে আমি পথ কুকুরদের কাছে কৃতজ্ঞ। তাদের কল্যাণে শুধু দেশেই নয় বিশ্বের বিদ্ধগ্ধ সমাজের কাছে আমি বিখ্যাত হয়ে গিয়েছি।’ এই রায়ের পরই তাঁর প্রতি নানা বার্তা ভেসে আসছে। সে প্রসঙ্গে বিচারপতি নাথ বলেন, ‘বহু বার্তা পাচ্ছি আমিও। শুধু কুকুরপ্রেমীরাই নন, মনে হচ্ছে কুকুররাও আমাকে আশীর্বাদ করছে, শুভেচ্ছা জানাচ্ছে।’
  • Link to this news (বর্তমান)