• ৩৫ বছর পর খুলল সারদা ভবানী মন্দির
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • শ্রীনগর: নয়ের দশকের শুরু। সেই সময় কাশ্মীরজুড়ে জঙ্গিদের নিশানায় রয়েছেন হিন্দু পণ্ডিতরা। প্রাণে বাঁচতে পণ্ডিত সম্প্রদায়ের বহু মানুষ উপত্যকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান। বন্ধ হয়ে যায় বদগাঁও জেলার অন্যতম সারদা ভবানী মন্দির। ৩৫ বছরের অপেক্ষা। রবিবার ফের খুলল ওই মন্দির। অবশ্য এদিনের এই সমারোহে শুধু হিন্দুরাই নন, একইসঙ্গে জেলার মুসলিম মানুষজনও অংশগ্রহণ করেছিলেন। মন্দির পুনরায় খোলার ‘মহরত’ ও ‘প্রাণ প্রতিষ্ঠা’ উদযাপিত হয় ইছকুট গ্রামে। সারদা স্থাপনা সম্প্রদায়ের সভাপতি সুনীল কুমার ভাট বলেন, ‘বহুদিন ধরে আমরা এটি পুনরায় খোলার চেষ্টা করছিলাম।’
  • Link to this news (বর্তমান)