• বানারহাটের দুরামারী হাইস্কুলে ৪৭টি সেগুন গাছ কাটা নিয়ে বিতর্ক
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: রাতের অন্ধকারে স্কুলের জমিতে থাকা ৪৭টি সেগুন গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের দুরামারী বাজার চত্বরে। আর বেড়ে ওঠা সতেজ গাছগুলি কাটা নিয়ে সরব হয়েছেন স্থানীয় গ্রামবাসী সহ শালবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। দুরামারী চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম প্রান্তে স্কুলের জমিতেই বেড়ে উঠেছিল গাছগুলি। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, গাছগুলি কেটে স্টেডিয়াম তৈরির কথা ছিল। কিন্তু গাছ কাটাতে বাধা দেয় শালবাড়ি-১ নং গ্রাম পঞ্চায়েতে কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা গাছের গোড়া থেকে দুই তিন ফুট উচ্চতায় সমস্ত গাছ কেটে দেয়। বর্তমানে গাছের গুঁড়িগুলি সেখানেই পড়ে রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সজলকান্তি সরকার বলেন, অনেকদিন আগে গাছ কেটে স্টেডিয়াম হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন গাছ কাটার অনুমতি না দেওয়ায় সেখানে স্টেডিয়াম হয়নি। গতকাল রাতে দুষ্কৃতীরা অমানবিকভাবে ৪৭টি গাছ কেটে দিয়েছে। এনিয়ে আমরা থানায় অভিযোগ জানিয়েছে। পুলিস তদন্ত করে দুষ্কৃতীদের বের করুক। 

    শালবাড়ি ১ পঞ্চায়েতের প্রধান নবীন রায় বলেন, স্টেডিয়াম তৈরির বিষয়ে কোনও  দপ্তর থেকে গ্রাম পঞ্চায়েতকে জানায়নি। শনিবার গভীর রাতে গাছ কাটার খবর পেয়ে দুরামারী আউট পোস্টের পুলিস ফাঁড়িকে জানাই। সেখানকার এক পুলিস আধিকারিক আমাকে জানান যারা গাছ কেটেছে তারা বৈধ কাগজপত্র দেখিয়েছে। কিন্তু গাছ কাটার অনুমতি কোনও মহল থেকে দেওয়া হয়নি। যারা পুলিসকে গাছ কাটার কাগজপত্র দেখিয়েছে তারা কে? শুনেছি পুলিসের উপস্থিতিতেই গাছগুলি কাটা হয়েছে। যদিও বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় বলেন, স্কুলের তরফে অভিযোগ হয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।
  • Link to this news (বর্তমান)