• মাদক বিক্রি: ৪ জনকে গণধোলাই, পুলিসের হাতে দিলেন এলাকাবাসী
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাদক বিক্রি বন্ধে পথে নামলেন বাসিন্দারা। মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে পাকড়াও করে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হল পুলিসের হাতে। একইসঙ্গে মাদক বিক্রেতা অভিযোগে দুই মহিলাকে এদিন কারবার বন্ধের হুমকি দেন বাসিন্দারা। মাদক বিক্রি বন্ধ না করলে তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় বাসিন্দাদের তরফে। রবিবার এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। 

    জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার খোদ চেয়ারপার্সন পাপিয়া পাল। নেশার ঠেক ভাঙার পাশাপাশি মাদক বিক্রি বন্ধের দাবিতে শনিবার রাতে বাসিন্দাদের নিয়ে কোতোয়ালি থানায় হাজির হন তিনি। মাদকের বিরুদ্ধে পুলিসকে সাতদিনের মধ্যে কড়া পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেন। যদিও এদিন সকাল থেকেই মাদকের বিরুদ্ধে সক্রিয় হন চেয়ারপার্সনের ওয়ার্ডের বাসিন্দারা। পথে নামেন তাঁরা। এলাকায় কোনও নেশার ঠেক চলবে না, মাদক বিক্রি করা যাবে না বলে সাফ জানিয়ে দেন। অভিযোগ, ঠিক তখনই জলপাইগুড়ি শহরের ২ নম্বর ঘুমটি সংলগ্ন নতুনপাড়া এলাকায় মাদক কিনতে এসেছিল দুই যুবক। মাঝেমধ্যেই তারা মাদক কিনে নিয়ে যায়। ফলে এলাকার মানুষ তাদের ভালোভাবে চেনে। এদিন হাতেনাতে পাকড়াও করে ওই দুই যুবককে। শুরু হয় গণধোলাই। পরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। একইভাবে জলপাইগুড়ি শহরের ভাটিয়া বিল্ডিং এলাকা থেকেও মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত সন্দেহে দু’জনকে আটক করেন বাসিন্দারা। তাদেরও মারধর করে তুলে দেওয়া হয় পুলিসের হাতে। যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি পুলিস আধিকারিকরা। 

    জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, বাইরে আছি। ঘটনাটি ঠিক কী হয়েছে, খোঁজ নিয়ে দেখব। তাঁর দাবি, মাদকের বিরুদ্ধে আমরা বরাবর পদক্ষেপ নিয়ে থাকি। জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, আমার ওয়ার্ডে বহু পরিবারকে শেষ করে দিয়েছে মাদক। এনিয়ে শনিবার রাতে থানায় গিয়ে বলে আসা হয়েছিল। মাদকের বিরুদ্ধে পুলিসকে কড়া ব্যবস্থা নিতে হবে। এলাকার মানুষও এ ব্যাপারে পথে নেমেছে। তবে তাদের পুলিস প্রশাসনের উপর ভরসা রাখতে বলা হয়েছে। 

    জলপাইগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার বাসিন্দা তথা স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক যোগীন্দর দাস বলেন, মাদকের বিরুদ্ধে এলাকার মানুষ পথে নেমেছে। পালা করে পাহারা দেওয়া হবে। কোনওভাবেই মাদক কেনাবেচা কিংবা নেশার ঠেক চলতে দেওয়া হবে না। তিনি বলেন, এদিন মাদক কিনতে আসা দুই যুবককে নতুনপাড়া থেকে পাকড়াও করা হয়। পরে দু’জনকে ধরা হয় ভাটিয়া বিল্ডিং এলাকা থেকে। এলাকার মানুষ তাদের দু’চারটে চড়-থাপ্পড় দিয়ে পুলিসের হাতে তুলে দিয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)