• টেনিস বলে সোনার বিস্কুট ভরে পাচার! দিনহাটায় ৫ কেজি সোনা উদ্ধার বিএসএফের
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: সীমান্ত এলাকায় স্মাগলিং বা পাচার নতুন কিছু নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের চোরা কারবারিরা পাল্টে ফেলেছে তাদের পাচারের কৌশল। 

    শনিবার রাতে অভিনব কায়দায় দিনহাটার ঝিকরি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। কী এই অভিনব কায়দা? টেনিস বল কেটে তার ভিতরে সোনার বিস্কুট ভরে বলের মুখ বন্ধ করে কাঁটাতারের উপর দিয়ে ছুড়ে ভারতে পাচারের চেষ্টা করছিল বাংলাদেশি পাচারকারীরা। তবে সীমান্তে থাকা বিএসএফ জওয়ানদের তৎপরতায় সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হয় তাদের। জওয়ানদের দেখে সোনার বিস্কুট ভরা টেনিস বলের ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। 

    এরপরেই বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। ব্যাগের ভিতর থেকে ২১টি টেনিস বল পাওয়া যায়। ওসবের ভিতর থেকে মোট ৪৩টি সোনার বিস্কুট বেরিয়ে আসে। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৫ কেজি ১৭ গ্রাম। যার বাজার মূল্য পাঁচ কোটি টাকা। সীমান্ত এলাকায় এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধারে বিএসএফের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। কেনোনা সম্প্রতি দিনহাটা সীমান্ত দিয়ে এত বিপুল পরিমাণ সোনা পাচারের আগে ধরা পরেনি। দিনহাটা সীমান্তে যে সোনা পাচার চক্র সক্রিয় সেটাও ফের একবার প্রকাশ্যে এল। 

    এ বিষয়ে বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক শীর্ষকর্তা রবিবার প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, দিনহাটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে নজরদারি আরও জোরদার করা হবে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)