সংবাদদাতা, আলিপুরদুয়ার: জঙ্গল খুলতে আর মাত্র দু’সপ্তাহ বাকি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া ও জয়ন্তী দু’টি পর্যটন কেন্দ্র থেকে জঙ্গল সাফারির জন্য পর্যটকদের ভিড় আছড়ে পড়বে। বনদপ্তর সূত্রে খবর, জঙ্গল সাফারিতে প্রতিদিন কমপক্ষে ৫০০ পর্যটকের ভিড় হবে। জিপসিতে জঙ্গল ভ্রমণের জন্য পর্যটকদের বুকিংয়ের হিড়িক পড়েছে। তিন মাস বন্ধ থাকা ও এখন নিয়মিত বৃষ্টির কারণে জঙ্গল ভ্রমণের রুটের রাস্তাগুলি আগাছা জঙ্গলে ভরে গিয়েছে। বৃষ্টিতে মাটি সরে গিয়ে অনেক রুটের রাস্তার মাটিও সরে গিয়েছে। অনেক রুটের রাস্তার উপর ঝড়ে বড় বড় গাছও ভেঙে পড়েছে। বৃষ্টি আর একটু কমলেই বক্সা কর্তৃপক্ষ রুটগুলির মেরামতের কাজ শুরু করে দেবে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় বক্সার জঙ্গলকে প্লাস্টিকমুক্ত করার কাজ শুরু হয়েছে। পুজোর আগে বক্সার বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বসানো হবে। প্রতি বছর জঙ্গল খোলার আগে কার সাফারির রুটের রাস্তাগুলির জঙ্গল কাটা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়। বৃষ্টি আর একটু কমলেই এবছরও ওই কাজ শুরু করা হবে।
বক্সার জনপ্রিয় কার সাফারি রুট দু’টি। একটি রাজাভাতখাওয়া, অন্যটি জয়ন্তী থেকে। দু’টি রুটের মধ্যে একটি জঙ্গলের কোর এলাকায়। ডিমা ও বালা নদী পেরিয়ে ২৬ মাইল এলাকা পর্যন্ত এই কার সফারি রুট। অন্য কার সাফারি রুটটি জয়ন্তী থেকে পুখুরী পাহাড় পর্যন্ত। জঙ্গল ভ্রমণে বক্সার এই সাফারি রুটটি অত্যন্ত আকর্ষণীয় ও রোমাঞ্চকর। জয়ন্তী গাইড অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা শেখর ভট্টাচার্য বলেন, জঙ্গল খুলতে আরও দু’সপ্তাহ বাকি। এখন থেকেই সাফারির জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। জঙ্গল খুললে দম ফেলার ফুরসত মিলবে না। পর্যটকদের নিরাপত্তা ও সুবিধার্থে সাফারি রুটগুলি সাফসুতরো হওয়া দরকার। চুনিয়াঝোরা ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তাটিও পরিষ্কার করা দরকার।
সাফারির জন্য জয়ন্তীতে বর্তমানে ১৪টি এবং রাজাভাতখাওয়ায় চারটি জিপসি গাড়ি আছে। একটি গাড়িতে ছ’জন করে পর্যটক একসঙ্গে জঙ্গল ভ্রমণ করতে পারেন। গাড়ি প্রতি ভাড়া ১৭০০ টাকা। এক ট্রিপে আড়াই ঘণ্টা পর্যন্ত সাফারি করা যায়।
এদিকে, বক্সার পশ্চিম রাজাভাতখাওয়া রেঞ্জের উদ্যোগে রবিবার ভোর ৬টা থেকে রাজাভাতখাওয়া পর্যটন কেন্দ্রকে প্লাস্টিকমুক্ত করার কাজ শুরু করা হয়েছে। এদিন ২১ মাইল থেকে রাজাভাতখাওয়া চেকপোস্ট পর্যন্ত রাস্তার দু’ধারে প্লাস্টিকমু্ক্ত অভিযান হয়। তারমধ্যে ওই রাস্তার একটি এলাকা থেকে এদিন ২০০ কেজি আবর্জনা সাফাই করা হয়। নিজস্ব চিত্র।