• নিজেরাই দোকান সারাতে পারবেন ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা এখন থেকে নিজেদের দোকান নিজেরা সারাতে পারবেন। এটি হেরিটেজ বিল্ডিং। দেখভালের দায়িত্বে আগে পুরসভা ছিল। হেরিটেজের তালিকায় আসার পর থেকে এটি জেলা প্রশাসনের অধীনে রয়েছে। এতদিন পর্যন্ত এখানে কোনও ব্যবসায়ী নিজেরা দোকান সংস্কার করাতে পারতেন না। এদিকে বাজারের বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে সরব রয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এসেছিলেন। তাঁর সামনেও ব্যবসায়ীদের পক্ষ থেকে ভবানীগঞ্জ বাজারের বেহাল দশার কথা তুলে ধরা হয়েছিল। এরপরেই এমএসএমই দপ্তর থেকে বাজার পরিদর্শনে আসেন ইঞ্জিনিয়াররা। দু’বার পরিদর্শন হয়। 

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বাজার সংস্কার করতে ২০০ কোটিরও বেশি টাকা লাগবে। তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা, প্রকল্প তৈরি করতে হবে। এসব করতে অনেকটাই সময় লাগবে। কিন্তু তার আগে ব্যবসায়ীরা চাইলে এখন থেকে নিজেদের দোকান নিজেরাই মেরামত করতে পারবেন। যদিও বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা পুরোপুরি সন্তুষ্ট নন। তাঁদের দাবি, এতে সমস্যার একটা সাময়িক সমাধান হবে। তবে পাকাপাকি ভাবে সমস্যা মিটবে সরকারি হস্তক্ষেপে বাজার পুরোপুরি সংস্কার করলেই। জেলা প্রশাসন অবশ্য দাবি করছে, সরকারি ভাবে এই বাজারের কাজ ভবিষ্যতে হবে। 

    কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, ভবানীগঞ্জ বাজারটি হেরিটেজের অধীনে। এখন থেকে ব্যবসায়ীরা চাইলে নিজেদের দোকান নিজেরা সারাতে পারবেন। অনেক দোকানের অবস্থা ভালো নেই। তাই এই সিদ্ধান্ত। বাজারের মূল কাজ করতে ২০০ কোটিরও বেশি টাকা লাগবে। এজন্য পরিকল্পনা, প্রকল্প তৈরি ইত্যাদি বিষয় রয়েছে। সেসব নিয়ে কাজ চলছে।  সরকারিভাবে ভবিষ্যতে হবে।

    কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, এতে আমাদের খুব একটা লাভ হবে না। ছাদ থেকে বড় বড় চাঙড় খসে পড়ে। সেসব সংস্কার করা দরকার। তবে আগে ব্যবসায়ীরা নিজস্ব দোকানে কোনও কাজ করতে পারতেন না। এখন সেটা করতে পারবেন। এতে সাময়িকভাবে কিছুটা সুবিধা হবে। কিন্তু সামগ্রিক সমস্যা এতে মিটবে না। আমরা মূল কাজ হওয়ার অপেক্ষায় থাকব।

    কোচবিহারের ভবানীগঞ্জ বাজারটি রাজ আমলের। প্রায় তিন হাজার ছোট বড় ব্যবসায়ী এখানে প্রতিদিন ব্যবসা করেন। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত ও নিম্ন অসমের বহু মানুষ এই বাজার থেকে কেনাকাটা করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই এই বাজারের পরিকাঠামো বেহাল হয়ে রয়েছে। সব থেকে বিপজ্জনক অবস্থা বিল্ডিংয়ের ছাদের। মাঝেমধ্যেই সেখান থেকে চাঙড় খসে পড়ে। এতে বহু মানুষ জখমও হয়েছেন। এছাড়া নিকাশি, রাস্তা, পানীয় জল, অগ্নি নির্বাপণ ব্যবস্থা সব কিছুতেই খামতি রয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)