পরিবেশ ভাবনা তুলে ধরছে শহিদগড় স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: দশম বর্ষে এবার চমক দিতে প্রস্তুত ময়নাগুড়ি শহিদগড় স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই পুজো পরিচালনায় রয়েছে শহিদ কিশোর সংঘ। বুধবার গণেশ চতুর্থীর দিন খুঁটিপুজো করে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। এবছর পুজোর থিমে থাকছে পরিবেশ রক্ষার বার্তা। মণ্ডপ তৈরি করছেন ময়নাগুড়ির শিল্পী শুভ রায়। প্রতিমা তৈরি করছেন বিপুল সরকার। আলোকসজ্জায় রয়েছেন ভজন রায়। সাউন্ড সিস্টেমে রাকেশ সরকার। এবছর এই পুজোয়ে গাছ লাগানোর বার্তা থেকে শুরু করে জল সংরক্ষণ, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিশেষ প্রচার চলছে।
শহিদগড় স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর সভাপতি পদে রয়েছেন সুবীর বিশ্বাস (বাপী)। সহ-সভাপতি তাপস সরকার, সম্পাদক রাজা ঘোষ, সহ-সম্পাদক অপু সরকার ও পিকু ঘোষ। কোষাধ্যক্ষ অমিত সরকার। শহিদ কিশোর সংঘের পরিচালনায় এই পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে পাড়ার পলাশতলি কালীবাড়ি প্রাঙ্গণে।
প্রতি বছর এই পুজোয় মেতে ওঠেন পাড়ার ৮ থেকে ৮০ প্রত্যেকে। পুজোর দিনগুলিতে থাকে ছোটদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমী, নবমী দু’দিন খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়। ষষ্ঠীতে পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন ময়নাগুড়ির বিশিষ্টরা।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁরা পুজোর মধ্য দিয়ে বিশেষ বার্তা তুলে ধরতে চাইছেন। যেমন অযথা জল অপচয় করবেন না। বাড়ির আশপাশে জল জমতে দেবেন না। হেলমেট পরে বাইক চালাবেন। গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করবেন। এগুলির পাশাপাশি পুজোর মধ্যদিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিও তুলে ধরা হবে। পুজো কমিটির পক্ষ থেকে সকল ময়নাগুড়িবাসীকে এই পুজোতে আসার সাদর আমন্ত্রণ রইল। নিজস্ব চিত্র।