প্রতিমার অলঙ্কার গড়েই সংসার চালান বালুরঘাটের কলেজ পড়ুয়া
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
সুজয় সরকার, হিলি: সৃষ্টির ছোঁয়া, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমকে পাথেয় করে পেশাদার শিল্পী হয়ে উঠেছেন বালুরঘাটের দেবজ্যোতি মোহরার। বাড়ি শহরের নেপালি পাড়া এলাকায়। বালুরঘাট কলেজে সংস্কৃত নিয়ে পড়েন। পড়াশোনা ও হাত খরচের টাকা জোগাতে একটা সময় প্রতিমার নানা রকম অলঙ্কার তৈরি শুরু করেছিলেন তিনি। এখন এই কাজই তার জীবিকা হয়ে দাঁড়িয়েছে।
পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর হওয়ার ইচ্ছে থেকে ২০১৮ সালে প্রতিমার গয়না ও অলঙ্কার তৈরির কাজ শুরু করেছিলেন দেবজ্যোতি। ধীরে ধীরে বিভিন্ন ক্লাব ও পুজোর উদ্যোক্তাদের পাশাপাশি কুমারটুলি থেকেও প্রতিমার বিশেষ অলঙ্কার তৈরির বরাত আসতে থাকে। ২০২১ সালে এই কাজকে পেশা হিসেবে বেছে নেন তিনি। এবছর দুর্গা প্রতিমার অলঙ্কার তৈরির করতে দেবজ্যোতির তত্ত্বাবধানে ১২ জন শিল্পী কাজ করছেন। বালুরঘাটের পাশাপাশি জেলার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের কাছ থেকে বরাত এসেছে। এবছর সুপারি ও পাতা দিয়ে দুর্গা প্রতিমার অলঙ্কার তৈরির কাজ করছেন সবাই মিলে।
পড়াশোনা ও কাজ একসঙ্গে কীভাবে সামলান? দেবজ্যোতি বলেন, এক সময় পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। কয়েক বছর আগে বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর পারিবারিক ফটোগ্রাফির ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। তারপর থেকে রোজগারের জন্য অলঙ্কার তৈরির কাজকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। সারা বছর অন্যান্য পুজোর সময়েও প্রতিমার অলঙ্কার তৈরির অর্ডার আসে। এই কাজ থেকে আয় দিয়ে পরিবারের খরচ চালানোর সঙ্গে পড়াশোনার খরচ উঠে আসে। আরও বড় আকারে অলঙ্কার তৈরির পরিকল্পনা করেছেন দেবজ্যোতি।