• শিলিগুড়িতে হিট আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি, একমাস পূর্তিতে আজ শালবাড়িতে বিশেষ ক্যাম্প, ২৬২টি শিবিরে হাজির ১.৭৬ লক্ষ
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড় ও সমতলে হিট ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। এক মাসে দার্জিলিং জেলার ২৬২টি ক্যাম্পে লোক সমাগমের সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার। পাশাপাশি স্কিমের সংখ্যা প্রায় ১৬০০। এনিয়ে উচ্ছ্বসিত জেলা প্রশাসন। আজ, সোমবার তারা সমতলে বিশেষ ক্যাম্প করবে। এজন্য শালবাড়িতে কৃষক বাজার সাজিয়ে তোলা হয়েছে। পরবতীতে পাহাড়েও এধরনের ক্যাম্প করা হবে।

    দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, সংশ্লিষ্ট ক্যাম্প নিয়ে জেলাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। রাজ্য সরকারের নির্দেশে এক মাস পূর্তি উপলক্ষ্যে শালবাড়িতে বিশেষ ক্যাম্প করা হবে। পাহাড়েও এধরনের ক্যাম্প করা হবে।

    শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, রাস্তা, নিকাশিনালা, পানীয়জলের পাশাপাশি জেলাবাসী নিজস্ব চাহিদাও আমাদের পাড়া, আমাদের সামাধান কর্মসূচির ক্যাম্পে জানাচ্ছেন। সমতলের চারটি ব্লক থেকে প্রচুর স্কিম প্রশাসনের কাছে দাখিল হয়েছে। বিশেষ ক্যাম্পে মানুষের ঢল নামবে বলেই আশা করছি।

    রাজ্যের অন্যান্য প্রান্তের মতো গত ৩ আগস্ট দার্জিলিং জেলায় সূচনা হয় আমাদের পাড়া, আমাদের সমাধান  কর্মসূচির ক্যাম্প। প্রশাসন সূত্রের খবর, শনিবার জেলায় ১০টি ক্যাম্পে ভিড় জমিয়ে ছিলেন ৭ হাজার ২২৬ জন। যার মধ্যে নকশালবাড়ি ব্লকে লোকসমাগম ছিল সর্বাধিক, ১২৩১ জন। প্রায় এক মাসে এনিয়ে জেলায় ক্যাম্পের সংখ্যা ২৬২টি। তাতে ক্যাম্পে এসেছে ১ লক্ষ ৭৬ হাজার জন। তারমধ্যে মহিলার সংখ্যা বেশি। শহর ও গ্রামের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ক্যাম্পে দাবি এসেছে। পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে ক্যাম্পে চলা বিভিন্ন অনুষ্ঠানও দেখেন ওই মহিলারা। তাঁরা স্বাস্থ্য পরীক্ষার শিবিরেও অংশ নিচ্ছেন। 

    আজ, শালবাড়ি কৃষক বাজারে ক্যাম্পে এক মাস পূর্তি অনুষ্ঠান হবে। এজন্য নীল, সাদা কাপড়ে সেই এলাকা সাজিয়ে তোলা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেখানে বিভিন্ন দপ্তরের ক্যাম্প থাকবে। সামাজিক বিভিন্ন প্রকল্প এবং নাবালিকা বিয়ের বিরুদ্ধেও প্রচার চালানো হবে। ক্যাম্প সম্পর্কে আমজনতার মাতমত গ্রহণ করা হবে। কচিকাচাদের মনরঞ্জনেরও ব্যবস্থা থাকবে ক্যাম্পে। জেলা প্রশাসন ও শিলিগুড়ি মহকুমা পরিষদের শীর্ষ আধিকারিকরা সংশ্লিষ্ট ক্যাম্পে হাজির থাকবেন।      

    এদিকে, এতদিনের ক্যাম্পে হিট সোলার লাইট। প্রশাসন সূত্রের খবর, এতদিন পর্যন্ত রাস্তা ও নিকাশি-নালা তৈরি, নদী বাঁধ মেরামত, পানীয় জলের সমস্যা মেটানো সহ প্রায় ১৬০০টি প্রকল্প দাখিল হয়েছে। যারমধ্যে সোলার লাইটের প্রকল্প বেশি, প্রায় ৬৫০টি। প্রশাসনের আধিকারিকরা বলেন, শীঘ্রই প্রকল্পগুলি বাস্তবয়িত করা হবে। 

    • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)