• দাগির তালিকায় বহু প্রভাবশালী, বালুরঘাটের কাউন্সিলার ও তপনের দুই তৃণমূল নেতার স্ত্রীও তালিকায়
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট ও তপন: অযোগ্য শিক্ষকদের তালিকায় উঠে এল বালুরঘাটের তৃণমূল কাউন্সিলার, তপনের আউটিনা অঞ্চল তৃণমূল সভাপতির স্ত্রী এবং শ্রমিক নেতার স্ত্রীর নাম। শনিবার রাতে প্রকাশিত তালিকায় শাসকদলের নেতা ও তাদের স্ত্রীদের নাম থাকায় শোরগোল দক্ষিণ দিনাজপুরে।  

    তালিকায় থাকা বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপান্বিতা দেব সিংহ শহরের প্রাচ্য ভারতী হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। তালিকা প্রকাশের পর থেকেই কার্যত ঘরবন্দি হয়ে থাকছেন দীপান্বিতা। ফোন না ধরায় তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি। মেসেজেরও উত্তর মেলেনি। এই কাউন্সিলারকে বহিষ্কারের দাবি জানিয়েছে বিজেপি। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, কাউন্সিলারের বিষয়টি এখনও জানি না। 

    তপন ব্লকের আউটিনা অঞ্চল সভাপতি রাহুল মুখ্যোপাধ্যায়ের স্ত্রী বেবি বিশ্বাসের নাম রয়েছে অযোগ্য শিক্ষকদের তালিকায়। নাম রয়েছে তপনের তৃণমূল শ্রমিক নেতা সঞ্জয়কুমার শীলের স্ত্রী অনিন্দিতা সরকারেরও। 

    এবিষয়ে রাহুল বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে ওএমআরের নম্বর এবং এসএসসির দেওয়া নম্বরের মধ্যে ১-২ নম্বরের হেরফের হয়। এটা নিয়ে আমার স্ত্রী সহ ৩৩ জন চাকরিপ্রার্থীর একটি মামলার শুনানি রয়েছে। আমরা আশাবাদী, রায় আমাদের পক্ষেই হবে। কাউকে ঘুষ দেওয়ার সঙ্গে আমরা জড়িত নই। ফোন না ধরায় শ্রমিক নেতা সঞ্জয় ও তাঁর স্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেসেজেরও উত্তর দেননি। যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলনের জেলা ও রাজ্যের অন্যতম মুখ রাকেশ আলম বলেন, আগেই অযোগ্যদের তালিকা বের করার দাবি জানিয়েছিলাম। এখন তালিকা বের হলেও আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না। 

    তালিকায় তৃণমূল ঘনিষ্ঠদের নাম উঠে আসা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। বলেছেন, শাসকদলের ঘনিষ্ঠরা কীভাবে টাকা দিয়ে এবং প্রভাব খাটিয়ে চাকরি নিয়েছেন, এখন তালিকায় স্পষ্ট প্রমাণ হয়েছে। আরও নাম আসবে। 
  • Link to this news (বর্তমান)