লিস্টে নাম দু’দলের ঘনিষ্ঠের অস্বস্তিতে তৃণমূল-বিজেপি
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইসলামপুর: এসএসসির অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকায় উঠে এল উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন এবং চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম। কবিতা ইটাহার বালিজোল হাইস্কুলে বাংলার শিক্ষিকা ছিলেন। রোশনারা ইংরেজির শিক্ষকতা করতেন চোপড়ার কালীগঞ্জ হাইস্কুলে।
কয়েকমাস আগে থেকেই কবিতা এবং রোশনারাকে নিয়ে চর্চা চলছিল। কিন্তু একেবারে অযোগ্যদের তালিকায় নাম উঠে আসায় যথেষ্ট অস্বস্তিতে তাঁরা। জানা গিয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন কবিতা। তাঁর স্বামী প্রফুল্ল বর্মনও জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা ছিলেন। তাঁরা কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন। রবিবার উদয়পুর এলাকায় কবিতার বাড়িতে গেলে বলেন, এনিয়ে বিস্তারিত কিছু বলার নেই। তবে, যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, তা সঠিক নয়। আদালতের দ্বারস্থ হব। অন্যদিকে, চোপড়ার দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান হামিদুর রহমানের মেয়ে রোশনারার নাম প্রকাশ্যে আসে শনিবার। তারপর থেকে দেখা মিলছে না তাঁর। হামিদুর বলেন, কী আর বলব। কে খাতা দেখেছে, না দেখেছে ওরাই বলবে। অন্যদিকে, রোশনারা যে স্কুলে পড়াতেন, সেখানকার পরিচালন সমিতির সম্পাদক তাঁর কাকা তামিজউদ্দিন। তিনি বলেন, এমন ঘটনা শুধুমাত্র রোশনারার ক্ষেত্রে ঘটেনি। রাজ্যব্যাপি ঘটেছে। এবিষয়ে ব্যক্তিগতভাবে কিছু বলার নেই।
এদিকে, ‘দাগি’দের সঙ্গে তৃণমূল-বিজেপি উভয়ের যোগ থাকায় অস্বস্তিতে দুই ফুলই। রোশনারার শ্বশুরবাড়ি ইসলামপুরের মেলামাঠ এলাকায়। প্রতিক্রিয়া জানতে সেখানে গেলে গেট থেকেই জানানো হয়, বাড়িতে কেউ নেই। ফলে রোশনারার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে তৃণমূল বিধায়কের মেয়ে এবং উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাধিপতি দাগির তালিকায় থাকা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, যাঁর নাম অযোগ্য তালিকায় এসেছে, তিনি আগে তৃণমূলে ছিলেন। দল এসব সমর্থন করে না।
এব্যাপারে তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, কোর্টের নির্দেশে এসএসসি তালিকা প্রকাশ করেছে। ফলে এই বিষয়ে কোনও মন্তব্য করব না।