নির্মাল্য সেনগুপ্ত, মালদহ: ছেলেদের পোশাকের ট্রেন্ডে এবার আমূল বদল। পুরুষদের জন্য পুজোর পোশাকে এবার রয়েছে ডিজিটাল ছোঁয়া। কমবয়সী থেকে মধ্যবয়স্কদের পুজো ফ্যাশনে চমক ডিজিটাল প্রিন্টেড শার্ট। চাহিদার তুঙ্গে পপকর্ন ফেব্রিকের ক্যাজুয়াল শার্ট, কার্গো প্যান্ট, স্ট্রেট ফিট জিনস। পুজোর কেনাকাটা শুরু হতেই মালদহের ইংলিশবাজার শহরের নামকরা বিপণিগুলিতে ছেলেদের এমনই সব বাহারী পোশাক বিকোচ্ছে রমরমিয়ে।
অনেকে বলছেন, মেয়েদের ক্ষেত্রে ফি বছর রকমারি ডিজাইনের পোশাক বাজারে আসে। কিন্তু ছেলেদের পোশাকে ভ্যারাইটি কম। এবার সেই ট্রেন্ডে কিছুটা পরিবর্তন হয়েছে। নতুনত্বের ছোঁয়া লেগেছে ছেলেদের পরিধানেও। ইংলিশবাজার শহরের ফোয়ারা মোড় সংলগ্ন বহুতল বিপণির অন্যতম কর্ণধার পিন্টু সাহার দাবি, ডিজিটাল প্রিন্টেড শার্টের বিশেষত্ব হল, সুতির আরামদায়ক ফেব্রিকের উপর রকমারি ডিজিটাল প্রিন্ট করা। এগুলি অনেক বেশি চকচকে। তরুণ থেকে মধ্যবয়স্করা স্বচ্ছন্দে পরতে পারেন। এছাড়া, পপকর্ন ফেব্রিকের উপর বিভিন্ন রঙের ডিজাইন শার্ট নজর কেড়েছে। এই শার্ট ধুলেও আয়রন করার ঝক্কি নেই।
আরেক পোশাক বিপণির কর্ণধার দেবাশিস কুণ্ডু বলেন, ডিজিটাল প্রিন্ট শার্ট ছাড়াও এবার কার্গো প্যান্ট ও স্ট্রেট ফিট জিন্স ব্যাপক বিকোচ্ছে।
ইংলিশবাজার পুর এলাকার বাসিন্দা রাজু ঘোষ বলেন, তিন ভাই ডিজিটাল প্রিন্টের শার্ট কেনার পর চোখে পড়ে পপকর্ন ফেব্রিকের ক্যাজুয়াল শার্টে। সকলেই একটা করে নিয়েছি।
অন্যদিকে, কিশোর, কিশোরী এবং তরুণী ও যুবতীদের জন্য এবার পুজোয় বাহারী পোশাক ইংলিশবাজারের বিপণিগুলিতে। এক বিক্রেতার কথায়, ছোট মেয়েদের জন্য প্লাজো টপের সঙ্গে মানানসই প্যান্ট, ধুতি প্যান্ট, লং ফ্রক, চাটাই গাউন, ওয়ান পিস ভালো বিক্রি হচ্ছে। তরুণী ও যুবতীদের জন্য এসেছে ইন্দো-ওয়েস্টার্ন চুড়িদার সেট। আফগানি টপ, ফ্রক, ভার্টিকান, কর্ড সেট জনপ্রিয় হয়েছে ক্রেতাদের কাছে। এছাড়াও মহিলাদের টু টোন পেপার ও সাটিন সিল্ক যথেষ্ট জনপ্রিয় হয়েছে।