• রাধাষ্টমীতে নবদ্বীপ ও মায়াপুরে মন্দিরে বিপুল ভক্তের সমাগম
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: রবিবার রাধাষ্টমী উৎসব ঘিরে নবদ্বীপ ও মায়াপুরে ভক্তদের ঢল নামে। এদিন ইসকনে রাধারানি সহ সমস্ত বিগ্রহকে কয়েকলক্ষ টাকা মূল্যের ভেলভেটের কারুকার্য করা নতুন পোশাক পরানো হয়েছিল। নবদ্বীপের বিভিন্ন মঠ-মন্দিরে মহাসমারোহে দিনটি উদ্‌যাপিত হয়। এদিন দেশবিদেশের ভক্ত ও পর্যটকরা নবদ্বীপ ও মায়াপুরে ভিড় করেন।

    মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, শনিবার সন্ধ্যারতি ও অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমী উৎস঩বের সূচনা হয়। বিভিন্ন ভাষায় বিশিষ্ট ব্যক্তিরা রাধারানির বিষয়ে আলোচনা করেছেন। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানির যে প্রেম ছিল, তা বিশুদ্ধ প্রেম। সেই প্রেমের এক কণা গ্রহণ করতে পারলে ত্রিলোক ধন্য হয়ে যায়।

    এদিন ভোর থেকেই ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে মন্দিরের বাইরে জায়ান্ট স্ক্রিন বসানো ছিল। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা যাতে সহজে বিগ্রহ দর্শন করতে পারেন, সেজন্যই এই ব্যবস্থা। উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ইসকনের নিজস্ব নিরাপত্তারক্ষীদের পাশাপাশি পুলিসকর্মীরাও সেখানে মোতায়েন ছিলেন।

    ইসকনের চন্দ্রোদয় মন্দিরে এদিন ভোর থেকে মঙ্গলারতি, শ্রীমদ্ভাগবত পাঠ, দর্শন আরতি, রাধারানির উদ্দেশে দীপ গান, রাধা প্রেম গান কীর্তন, নৃত্যনাট্য পরিবেশিত হয়। সকাল ১০টায় দই, দুধ, ঘি, মধু, বিভিন্ন ফলের রস-অর্থাৎ পঞ্চামৃত দিয়ে রাধারানির মহাভিষেক হয়েছে। দুপুরে ভোগ নিবেদনের পর মহা আরতি হয়েছে। রাধারানির জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের উপস্থিতিতে কেক কাটা হয়। রাত ১২টা পর্যন্ত নানা অনুষ্ঠান হয়।

    নবদ্বীপের জন্মস্থান মন্দির, শ্রীশ্রী গৌরগোপীনাথ মন্দির, বলদেবজিউ মন্দির, শ্রীবাস অঙ্গন সোনার গৌরাঙ্গ মন্দির, প্রাচীন মায়াপুরের শ্রীশ্রী রাধা মদনগোপাল মন্দির, মদনমোহন মন্দির, মণিপুর ঘাট রোডের রাধাবল্লভজিউ মন্দির, বড় আখড়া শ্যামসুন্দর মন্দিরে রাধাষ্টমী উদ্‌যা঩পিত হয়। ভোর থেকে নবদ্বীপের বেশিরভাগ মন্দিরে নামকীর্তন, রাধারানির জীবনবৃত্তান্ত বিষয়ক আলোচনা চলে।

    ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরেও রাধাষ্টমী উদ্‌যা঩পিত হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে সনাতন মিশ্রের পূজিত রাজরাজেশ্বর নারায়ণ শিলাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়। এদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে শ্রীরাধিকার সাজে সাজানো হয়েছিল। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোরকৃষ্ণ গোস্বামী বলেন, বৈষ্ণবতীর্থ নবদ্বীপের প্রায় সমস্ত মন্দিরে জন্মাষ্টমীর মতো রাধাষ্টমী উৎসব উদ্‌যা঩পিত হয়েছে।
  • Link to this news (বর্তমান)