• কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ, কড়ি ও ঝিনুকের তৈরি প্রতিমা রেনবো ক্লাবের
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: মানুষ আসুক গ্রামের পুজোয়। দর্শনার্থী টানতে প্রতিবারই তেহট্ট থানার বেতাই রেনবো ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমায় নতুনত্বের চমক থাকে। ক্লাবের কর্তারা জানান, এবার কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ ও বিভিন্ন ধরনের কড়ি ও ঝিনুক দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। এবারও প্যান্ডেল ও প্রতিমা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে।  উদ্যোক্তারা জানান, গ্রাম থেকে শহরে গিয়ে অনেকে ঠাকুর দেখতে পারেন না। সেকারণে আমরা প্রতি বছরই নতুন কিছু করার চিন্তা করি। শহরের চিন্তা ভাবনাকে গ্রামের মধ্যে নিয়ে এসে প্রতি বছর বিভিন্ন ধরনের থিমের প্রতিমা করা হয়। এবার ঝিনুক ও কড়ি দিয়ে ১৪ ফুট উচ্চতার প্রতিমা তৈরি হয়েছে। উদ্যোক্তারা জানান, শুধু শহর নয়, গ্রামের এই পুজোতেও ভিড় জানাবেন দর্শনার্থীরা। এর আগেও বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের নজর কেড়েছে রেনবো ক্লাব।

    স্থানীয় গৃহবধূ বীথিকা বিশ্বাস বলেন, এই ক্লাবের প্রতিমায় প্রতি বছরই নতুনত্ব থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না। এই প্রতিমা দেখতে গ্রামে আত্মীয়-স্বজন আসে। ক্লাবের অন্যতম কর্মকর্তা সমর সরকার জানান, এবার কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ হচ্ছে। ঝিনুক ও কড়ি দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে। এর আগে চিপস, পাঁপড়, কাচ, ধান, তালপাতা, ভুট্টা, চট, কাঠের চামচ দিয়ে প্রতিমা তৈরি হয়েছিল। গতবছর আমাদের ক্লাবের প্রতিমা তেহট্ট-১ ব্লকের মধ্যে সেরার পুরস্কার পেয়েছে। আশা করছি, এবছরও আমাদের মণ্ডপের প্রতিমা সকলেরই ভালো লাগবে। এছাড়াও থাকছে বাহারি আলোকসজ্জা। পুজোর প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিসর্জনের শোভাযাত্রাতেও থাকবে চমক। 
  • Link to this news (বর্তমান)