• মহেশতলা পুর এলাকায় জলের পাইপলাইনের জন্য বরাদ্দ ১৮ কোটি
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভার একাধিক ওয়ার্ডের জলের পাইপলাইন উন্নত করতে কেএমডিএকে ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্য সরকার অম্রুত প্রকল্প থেকে পানীয় জলের পরিকাঠামো তৈরির জন্য মহেশতলা পুরসভাকে ৪৫ কোটি ৮১ লক্ষ টাকা দিয়েছিল। সেখান থেকেই কেএমডিএকে ওই ১৮ কোটি টাকা দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।

    কেএমডিএ মোট চারটি জায়গাতে এই টাকায় কাজ করতে চলেছে। এর ভিতর ৪ নম্বর ওয়ার্ডের কারবালাতে বাড়ি বাড়ি জল পৌঁছনোর দেড় কিলোমিটার

    ৩০০ ডায়ামিটার এবং এক কিলোমিটার ৩৫০ ডায়ামিটার পাইপ বসানো হবে। এর পাশাপাশি জল সরবরাহের লাইন বসানোর কাজ হবে। ২৩ নম্বর ওয়ার্ডের ডাকঘরে একটা ইউজিআর তথা পানীয় জলের স্টোরেজ রয়েছে। সেখান থেকে নতুন ৫০০ ডায়ামিটারের এমএস পাইপ নতুনহাট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে। এর দূরত্ব দু’কিলোমিটার কিছু বেশি। এই পাইপ ওখানে কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের পানীয় জলের গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। ১২ নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে চারটি জল যাওয়ার পাইপলাইনকে ‘ক্যারিং ব্রিজ’ তৈরি করে নিয়ে যাওয়া হবে।

    আকড়া রেল স্টেশনের নীচ দিয়ে লাইনের উভয় পাড়ে অনেক পুরনো ১০০০ ডায়ামিটারের জলের পাইপ লাইন রয়েছে। উভয়দিকের বাসিন্দারা এই পাইপ লাইনের মাধ্যমে জল পেয়ে থাকেন। মহেশতলা পুরসভার প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই ১০০০ ডায়ামিটারের পাইপটি বদল করা হবে। তবে এজন্য ট্রেন চলাচলে কোনওরকম ব্যাঘাত করা হবে না। উভয়দিকে রেললাইনের বাইরে বড় গর্ত করে জ্যাকপুশ পদ্ধতিতে এই কাজ করা হবে। পুর চেয়ারম্যান দুলাল দাস বলেন, এই কাজটি শেষ হলে সংশ্লিষ্ট ওয়ার্ডের কোথাও জলের কোনও সমস্যা আর থাকবে না।
  • Link to this news (বর্তমান)