• অশোকনগরে ক্লাবের সামনে শপিং মল, মনের আনন্দে চলল কেনাকাটা
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুঃস্থ প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী অশোকনগরের সুহৃদ সঙ্ঘ। রবিবার ক্লাব সংলগ্ন ফাঁকা জায়গায় একটি শপিং মল তৈরি করা হয়। সেখানে গরিব, প্রতিবন্ধী শিশুরা নিজেদের পছন্দমতো পোশাক সংগ্রহ করে। পোশাকের বিল মেটায় ক্লাবই। শপিং মলে একদিকে যেমন ছিল জিন্স-টপ, অন্যদিকে পাঞ্জাবি। এখানেই শেষ নয়। ছিল দুপুরের খাওয়া, সঙ্গে বাউল গান। এদিন সকালে ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। উপস্থিত ছিলেন অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, হাবড়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুপি মজুমদার, ক্লাবের সম্পাদক সুপ্রিয় দাস, পুজো কমিটির সভাপতি স্বপন দেব প্রমুখ।

    এনিয়ে ক্লাবের সভাপতি বাপ্পা দাস বলেন, আমরা ২১ জন দুঃস্থ প্রতিবন্ধীকে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি। ৬১ জন পড়ুয়াকে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার দুর্গাপুজোর আগে আমরা একটু অন্যরকমভাবে আনন্দ ভাগ করে নিলাম। গত বছর আমরা ক্লাবের পক্ষ থেকে গরিব খুদেদের শপিং মলে নিয়ে গিয়ে কেনাকাটা করিয়েছিলাম। কিন্তু সেবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এবার ক্লাব চত্বরেই সেই ব্যবস্থা করা হয়। সেখান থেকে নির্দ্বিধায় ওরা নিজেদের পছন্দসই পোশাক নিল।

    এদিকে, ক্লাবের দুর্গাপুজো এবার ৭৬ তম বর্ষে পড়ল। থিম স্বামী নারায়ণ মন্দির।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)