নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার রাতে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে জখম হলেন উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী। তাঁদের মধ্যমগ্রামের সাঁইবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি শাসনের কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমাটি এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কৃষ্ণমাটি এলাকায় একটি দলীয় বৈঠক করেন আইএসএফ কর্মীরা। রাত ১০টা নাগাদ সেই কর্মসূচি শেষ হওয়ার পর কর্মীরা বাড়ি ফিরছিলেন। তখন তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের তুমুল বচসা হয়। দু’পক্ষ মারপিটে জড়িয়ে পড়ে। শাসন থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এনিয়ে আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম বলেন, দলীয় বৈঠক সেরে ফেরার পথে তৃণমূলের লোকজন আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। রাজ্যেরই অন্যান্য জায়গায় বিরোধীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু শাসনেই কেন এই ঘটনা ঘটছে, বুঝতে পারছি না। এ বিষয়ে কীর্তিপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মান্নান বলেন, মারধরের কোনও বিষয় নেই। অযথা বিরোধীরা কুৎসা রটাচ্ছে।