সংবাদদাতা, বসিরহাট: ১৮ দিন পর উদ্ধার হল ব্যবসায়ীর পচাগলা, নিথর দেহ। শনিবার স্বরূপনগর ব্লকের ইছামতী নদীর তীরে ঝোপের মধ্যে থেকে। ওই ব্যবসায়ী গণেশ সরকারের (৬০) বাড়ি স্বরূপনগরের চারঘাট এলাকায়। স্থানীয় বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিসকে খবর দেন। পুলিস মৃতদেহটিকে উদ্ধার করার পর পরিবারের লোকজন সেটি শনাক্ত করেন। দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হয়েছে। মৃত গণেশ সরকার পেশায় একজন কাপড় ব্যবসায়ী। এলাকার বিভিন্ন বাজারে তিনি কাপড়ের দোকান দিতেন। হঠাৎ ১৩ আগস্ট বাজার থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে যান। বাড়ির লোক বহু খোঁজাখুঁজির পরেও না পেয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে স্বরূপনগর ব্লকের টেপির বাঁধ এলাকা থেকে সাইকেল ও কাপড়ের বান্ডিল উদ্ধার করে। তখন খোঁজাখুঁজির করেও পুলিস তাঁর সন্ধান পায়নি। অবশেষে শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে পুলিস তদন্ত শুরু করেছে।