ওড়িশার নম্বরপ্লেট লাগানো চোরাই বাইক কলকাতার রাস্তায়, ধৃত যুবক
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশার নম্বরপ্লেট লাগিয়ে কলকাতার রাস্তায় ছুটছিল বাইক। শনিবার সন্দেহের বশে চালক সহ বাইকটি আটক করেছিল পুলিস। গাড়ির নম্বর নিয়ে ওড়িশা পুলিসের সঙ্গে যোগাযোগ করতেই সামনে চলে এল চাঞ্চল্যকর তথ্য! জানা গেল, ওড়িশার ময়ূরভঞ্জ জেলা থেকে চুরি হয়েছিল বাইকটি। এরপরই গ্রেপ্তার করা হয় বাইকের চালক বিশাল মাহাতকে। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আকাশবাণী ভবনের সামনে দিয়ে বাইকটি যাচ্ছিল। কর্তব্যরত ট্রাফিক পুলিস বাইকটি থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চায়। অভিযোগ, বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি ধৃত। বাইক সহ তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়। তারপর গাড়ির নম্বর ওড়িশা পুলিসকে পাঠাতেই ঘটনা স্পষ্ট হয়ে যায়। ধৃত যুবককে জেরা করে পুলিস জানতে পেরেছে, চুরি করা বাইকটি সে কলকাতায় নিয়ে এসেছিল। আন্তঃরাজ্য গাড়ি ও বাইক চুরির চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। বাইকটি চুরি হওয়ার পর বেশ কয়েক হাত ঘুরে তার কাছে পৌঁছেছে। বাংলা-ওড়িশা সীমানায় হস্তান্তর হয়েছে সেটি। ধৃত যুবক বাইকটি অন্যত্র পাচারের চেষ্টা চালাচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের। ওড়িশা পুলিস পশ্চিমবঙ্গ পুলিসকে জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তাদের রাজ্যে বাইক ও গাড়ি চুরির চক্র সক্রিয়। রাস্তায় বা পার্কিংয়ে থাকা গাড়ি চুরি যাচ্ছে। গত দু’-তিন মাসে একাধিক অভিযোগ জমা পড়েছে ওড়িশার বিভিন্ন জেলায়। কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তারা। তাদের জেরায় জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর দিয়ে এই চোরাই গাড়ি বা বাইক আনা হচ্ছে। চুরির পর সেটি হাইওয়েতে নিয়ে আসছে চোরেদের গ্যাং। এরপর দুই রাজ্যের সীমানায় হাতবদল হচ্ছে। হাইওয়েতে নজরদারি না থাকায় অনায়াসে সেই গাড়ি বা বাইক চালিয়ে নিয়ে আসা হচ্ছে বাংলায়। এখানে গাড়ি চুরিতে জড়িত গ্যাংয়ের হাতে গাড়িগুলি তুলে দেওয়া হচ্ছে। নম্বরপ্লেট বদলে গাড়ি ও বাইকগুলি ফের বিক্রি করা হচ্ছে। ওড়িশায় গাড়ি চুরিতে জড়িত কাদের সঙ্গে ধৃতের যোগাযোগ এবং এই রাজ্যে কার কাছে সে গাড়িটি পাঠাত, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাকে জেরা করে আরও কিছু চুরি যাওয়া বাইকের হদিশ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।