জিনিস নিতে আপত্তি অ্যাপ বাইক চালকের, যাত্রীর সঙ্গে হাতাহাতি
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাপ নির্ভর বাইকের চালক পণ্য সহ যাত্রী তুলতে রাজি হননি। এ নিয়ে ব্যবসায়ীর সঙ্গে তাঁর বচসা এবং তা থেকে হাতাহাতি পর্যন্ত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ জোড়াবাগান থানা এলাকার নতুন বাজার এলাকায়। অ্যাপ বাইক চালকের দাবি, তাঁকে মারধর করেছেন ব্যবসায়ী। দু’পক্ষই মারধরের অভিযোগ দায়ের করেছেন থানায়। তদন্ত শুরু করেছে থানা। জানা গিয়েছে, নতুন বাজারের কাঁসা পিতলের এক ব্যবসায়ী প্রতিদিন শাটলে বা অ্যাপ নির্ভর বাইকে যাতায়াত করেন। শনিবার দোকান বন্ধ করতে রাত হয়ে যায়। শেষমেশ বাড়ি ফিরবেন বলে অ্যাপ নির্ভর বাইক বুক করেন। কিছুক্ষণের মধ্যে একটি বাইক এসে হাজির হয়। ওই ব্যবসায়ীর কাছে দোকানের কিছু সামগ্রী ছিল। কিন্তু ওই পণ্য দেখে চালক যেতে অস্বীকার করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। ব্যবসায়ীর অভিযোগ, ওই বাইকচালক তাঁকে বলেন, তিনি যাত্রী ছাড়া আর কিছু বাইকে তুলবেন না। ব্যাগ বোঝাই জিনিস নিয়ে যাওয়া যাবে না। আগে জানলে তখনই রাইড ক্যানসেল করে দিতেন। কিন্তু এতদূর আসায় তাঁর খরচ হয়েছে অনেকটাই। এর জন্য কিছু টাকা দাবি করেন। ব্যবসায়ী বাড়তি টাকা দিতে রাজি হননি। ব্যবসায়ী স্পষ্ট জানিয়ে দেন, মালের জন্য এক টাকাও দেবেন না। তখন বুকিং ক্যানসেল করতে চাইলে বাধা দেন ওই ব্যবসায়ী। তিনি জোর করেই বাইকে ওঠার চেষ্টা করলে চড়াও হন ওই বাইকচালক। তাঁকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী, বাইকচালক তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী। তাঁর দাবি, মাথায় আঘাত লেগেছে তাঁর। অ্যাপ বাইকের চালকের পাল্টা দাবি, তিনি যেতে রাজি না হওয়ায় তাঁকে ধাক্কা মারেন ব্যবসায়ী। এরপর মুখে ঘুসি, থাপ্পড় পর্যন্ত মারেন। তারজেরেই আহত হয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে পুলিস এসে দু’জনকেই জোড়াবাগান থানায় নিয়ে যায়। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হননি।