• বিধান ভবনে হামলা নিয়ে বাগ্‌যুদ্ধ তুঙ্গে
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলা চালানোর অভিযোগ উঠছে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। পুলিশ তদন্ত করছে। এই প্রেক্ষাপটে রবিবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছেন রাকেশ। তাঁর এই ক্ষোভ সংগত। তবে পতাকা পোড়ানোর ঘটনাকে বিজেপি সমর্থন করে না।’ পাল্টা প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, ‘কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে যখন কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছিল, তখন কোথায় ছিল বিজেপির নীতিকথা?’  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)