• হিডকোর ভুয়ো ওয়েবসাইট তৈরি, ১ বছর পর ধৃত অভিযুক্ত
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হিডকোর ভুয়ো ওয়েবসাইট তৈরির ঘটনায় এক বছর পর গ্রেপ্তার হলেন অভিযুক্ত। শনিবার বারাকপুর কমিশনারেটের শ্যামনগর কাউগাছি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সুতনু দাস। তাঁর বয়স ২৫ বছর। ধৃতের কাছ থেকে একটি ওয়্যারলেস রাউটার, ম্যাকবুক, আইফোন এবং স্মার্টফোন বাজেয়াপ্ত হয়েছে। ধৃতকে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, হিডকো (ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড) কর্তৃপক্ষ ২০২৪ সালের ২২ মে লক্ষ্য করে, তাদের ওয়েবসাইটের মতোই কেউ বা কারা একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে। ওইদিনই হিডকোর পক্ষ থেকে ন্যাশনাল সাইবার ক্রাইম রির্পোটিং পোর্টালে অভিযোগ জানানো হয়। ভুয়ো ওয়েবসাইটে বহু মানুষ বিভ্রান্ত হচ্ছিলেন। হিডকোর সিস্টেম ম্যানেজার (আইটি) এ বিষয়ে ২০২৪ সালের ১২ জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় সাইবার ক্রাইম থানা অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    অন্যদিকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতারণার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিস। রবিবার অশোকনগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শতরূপ রায়। মধ্যমগ্রামের এক বাসিন্দা সল্টলেকের বি ই ব্লকের একটি সংস্থায় পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। সেই বিনিয়োগের মাসিক সুদ পেতেন। অভিযোগ, কয়েকমাস সেই সুদ দেওয়ার পর সংস্থাটি উঠে যায়। কোম্পানির পক্ষ থেকে বিনিয়োগকারীকে জানানো হয়, এবার অ্যাপ নির্ভর সংস্থা তৈরি করা হয়েছে। বিনিয়োগকারী ব্যক্তি সেই অ্যাপে গিয়ে দেখেন, তাঁর কোনও নথিপত্র সেখানে নেই! তিনি সুদও পাচ্ছিলেন না। এমনকী বিনিয়োগ করা অর্থ ফেরত চাইলেও ফেরত পাচ্ছিলেন না। তারপর ওই বিনিয়োগকারী ১১ জুলাই বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিস। ২০ দিনের মাথায় ওই সংস্থার একজনকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)