• ১৪টি থানা সহ এসওজি সেলে উদ্ধার হাজারের বেশি মোবাইল, দু’সপ্তাহের বিশেষ অভিযানে সাফল্য বিধাননগরে
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কারও চুরি গিয়েছিল দামি ফোন। কেউ আবার হারিয়ে ফেলেছিলেন। তাঁরা প্রত্যেকেই পুলিসের দ্বারস্থ হয়েছিলেন। এই ধরনের ঘটনায় গত দু’সপ্তাহ ধরে বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বিধাননগর কমিশনারেট। বিধাননগরের ১৪টি থানা এবং এসওজি সেল এক হাজারের বেশি মোবাইল ফোন উদ্ধার করল। তার মধ্যে আইফোন সহ প্রচুর দামি ফোন রয়েছে। পুলিস দিবসকে সামনে রেখে আজ, সোমবার থানা এলাকা থেকে এক হাজার গ্রাহকের হাতে সেই ফোনগুলি ফিরিয়ে দেওয়া হবে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, বিশেষ অভিযানে সবচেয়ে বেশি ফোন উদ্ধার হয়েছে বাগুইআটি থানা এলাকা থেকে। ১৬৬টি ফোন উদ্ধার হয়েছে এখানে। এছাড়াও বিধাননগর উত্তর থানা এলাকা থেকে ৭৫টি, বিধাননগর পূর্ব থানা এলাকা থেকে ৪৩টি, বিধাননগর দক্ষিণ থানা এলাকা থেকে ৪৫টি, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা থেকে ৬৭টি, লেকটাউন থানা এলাকা থেকে ৫০টি, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৫২টি, এনএসসিবিআই থানা এলাকা থেকে ১৭টি, নারায়ণপুর থানা এলাকা থেকে ৪৬টি, রাজারহাট থানা এলাকা থেকে ৪৩টি, টেকনোসিটি থানা এলাকা থেকে ৪৭টি, ইকোপার্ক থানা এলাকা থেকে ১২৪টি, নিউটাউন থানা এলাকা থেকে ৭৪টি ফোন উদ্ধার হয়েছে। এছাড়াও ৮টি ফোন উদ্ধার করেছে সাইবার ক্রাইম থানা এবং ১৫৯টি ফোন উদ্ধার করেছে বিধাননগরের এসওজি সেল।

    পুলিস জানিয়েছে, যে ফোনগুলি উদ্ধার হয়েছে তার মধ্যে একাধিক আইফোন রয়েছে। এছাড়াও, একাধিক কোম্পানির দামি স্মার্টফোন রয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলির গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। প্রত্যেককে খবর দেওয়া হয়েছে। পুলিসের ফোন পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাজারের বেশি মোবাইল গ্রাহক। এক পুলিস আধিকারিক বলেন, সারা বছরই প্রচুর ফোন উদ্ধার করা হয়। এটা স্পেশাল ড্রাইভ ছিল। তাতেই বড়সড় সাফল্য এসেছে।
  • Link to this news (বর্তমান)