মমতার সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে বাঙালিদের উপর অত্যাচার বিজেপির, বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের তিন সমাবেশে দাবি সাংসদের
বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মোকাবিলায় পেরে না উঠে ভিন রাজ্যে বাঙালিদের উপর প্রতিশোধ নিচ্ছে বিজেপি। কারণ, বাঙালির আশা, ভরসা ও বিশ্বাসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি যেমন ইংরেজদের সামনে মাথা নোয়ায়নি, তেমনই বিজেপির সামনেও মাথা নত করবে না। রবিবার বীজপুর, নৈহাটি ও জগদ্দলে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে একথা বলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিন কর্মসূচিতেই মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। সাংসদ ছাড়াও এইসব কর্মসূচিতে সাংসদ তথা দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলাররা হাজির ছিলেন।
ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের উপর অত্যাচার ভয়ঙ্কর রূপ নিয়েছে। এনিয়ে বিজেপিকে ক্রমাগত আক্রমণ শানাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। বাঙালির ক্ষোভ বাড়ছে বুঝে দমদমের সভায় বাংলাভাষাকে ধ্রুপদি ভাষার তকমা দেওয়া সহ বাঙালি সংস্কৃতির প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। তারপরও ভিন রাজ্যে বাঙালির উপর অত্যাচার কমেনি। এই আবহে বারাকপুর মহকুমা জুড়ে বাংলা-বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদে লাগাতার কর্মসূচি করছে শাসক শিবির। এমনকী, এলাকার হিন্দিভাষীরাও এই অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। এদিন পার্থ ভৌমিক বলেন, বিজেপির নেতারা বলছেন, বাংলা কোনও ভাষা নয়। অথচ, এই ভাষায় কবিতা, গান লিখে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ। বাংলা থেকেই ভারতবর্ষ তথা বিশ্বকে পথ দেখিয়েছেন নেতাজি, নজরুল, বিদ্যাসাগর, বিবেকানন্দের মতো নানা মণীষী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পর্যুদস্ত হয়ে বাংলাকে অপমান করছে বিজেপি। সেই আক্রোশেই ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু ওরা ভুলে গিয়েছে ইতিহাস। সাভারকার ইংরেজদের চাপে চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন। আর বাঙালি ইংরেজদের তাড়ানোর অভিযানে নেতৃত্ব দিয়েছিল। সেই বাঙালিদের উপর আক্রমণ হলে মানুষই তার জবাব দেবে।