• বাইকের ধাক্কা গাছে, মৃত্যু এক নাবালক ও যুবতীর, ‘কিনতে না করেছিলেন পরিবারের সবাই’
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালক ও এক যুবতীর। ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানার বাহিরচক এলাকায়। মৃত দুইজনের নাম সুমিত মণ্ডল (১৭) ও কোয়েল রায় (২০)। সুমিতের বাড়ি পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর এলাকায়। অন্যদিকে কোয়েল জলপাইগুড়ির বাসিন্দা। জানা গিয়েছে, লক্ষ্মীকান্তপুর এলাকায় একটি আবাসিক হোটেল রয়েছে। ওই হোটেলের সঙ্গে রেস্তরাঁও রয়েছে। সেখানে সুমিত ও কোয়েল একসঙ্গে কাজ করতেন।  জানা গিয়েছে, রবিবার রেস্তরাঁর কাজ শেষের পর গভীর রাতে সুমিত ও কোয়েল একটি বাইকে করে ঘুরতে বের হন। তাঁরা লক্ষ্মীকান্তপুর থেকে মিলন মোড়ের দিকে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পিচ রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। তাতে বাইকের উপর থেকে দু’জনেই ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস এসে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    এবিষয়ে সুমিতের এক প্রতিবেশী দিলীপ প্রধান বলেন, প্রায় চারমাস আগে সুমিত নতুন বাইক কিনেছিল। পরিবারের সবাই তাকে এটা কিনতে বারণ করেছিলেন। কিন্তু সে কারও কথা শোনেনি। শেষে বাইক দুর্ঘটনাতেই তার মৃত্যু হল।
  • Link to this news (বর্তমান)