• সড়কে নজরদারির জন্য কেনা হল আরও ১০০ বডি ক্যামেরা
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন উৎসবের প্রস্তুতি হিসেবে নজরদারি বৃদ্ধি করতে ডায়মন্ডহারবার পুলিস জেলা ১০০টি বডি ক্যামেরা কিনল। প্রতিটি থানায় এই ক্যামেরাগুলি বিতরণ করা হয়েছে। পুলিসকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেগুলি ব্যবহারও শুরু করে দিয়েছেন।

    যে কোনও অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতিতে এই ক্যামেরাগুলি পুলিসি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগে এই পুলিস জেলায় ১৩০টি বডি ক্যামেরা ছিল। কর্তৃপক্ষের মতে, সেটা পর্যাপ্ত ছিল না। তাই আরও ১০০টি ক্যামেরা কেনা হয়েছে। ফলে প্রতিটি থানায় চার থেকে পাঁচজন পুলিসকর্মী এই ক্যামেরা চালিয়ে দায়িত্ব পালন করতে পারবেন। ট্রাফিক সিগন্যাল এবং গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরাগুলি বিশেষভাবে কার্যকর বলে মনে করেন আধিকারিকরা। বিশেষত গাড়িচালকদের আটকের সময় কোনও ঘটনা ঘটলে, তা এই ক্যামেরায় রেকর্ড হয়ে থাকবে। সেটা পরবর্তীতে তদন্তে সহায়ক হবে।

    ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, অনেক সময় আইন অমান্যকারীদের সঙ্গে বিতর্ক তৈরি হয়। এমনকী কিছু লোক ইচ্ছাকৃতভাবে পুলিসকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এই ধরনের পরিস্থিতিতে ঘটনা কী ঘটেছে, তা এই ক্যামেরায় রেকর্ড থাকবে। বডি ক্যামেরা ছাড়াও, ডায়মন্ডহারবার পুলিস জেলা নতুন করে ১৫টি ব্রেথ অ্যানালাইজার কিনেছে। রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এবারে বিভিন্ন জায়গায় পুলিস এমন ক্ষেত্রে বডি ক্যামেরা চালিয়েই ব্রেথ অ্যানালাইজার দিয়ে চালকদের পরীক্ষা করতে পারবে।

    পাশাপশি ১৫০টি হ্যান্ড হেল্ড সিগন্যাল লাইট এবং ১০০টি গার্ড রেলও কিনেছেন পুলিসকর্তারা। অর্থাৎ, সড়কে পুলিসি দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামই যথেষ্ট সংখ্যায় কেনা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনও সমস্যা না হয়।
  • Link to this news (বর্তমান)