• নির্মল ঘোষের বৌমার নাম দাগিদের তালিকায়
    দৈনিক স্টেটসম্যান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম জড়িয়ে গেল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পরিবারেরও। তালিকার ১২৬৯ নম্বরে রয়েছে বিধায়কের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। শনিবার রাতে এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

    রবিবার সকাল থেকেই বিধায়কের প্রতিক্রিয়া জানতে ভিড় জমায় সংবাদমাধ্যম। তবে নির্মল ঘোষ এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। বারবার তিনি বলেছেন, ‘সত্য সামনে আসবে।’ তাঁর কথায়, ‘আমার কাছে এখনও কোনও কাগজ আসেনি। না দেখে কিছু বলতে পারব না। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন, তাই চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না।’

    তবে এই নীরবতা নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বিরোধী শিবিরের অভিযোগ, অযোগ্যদের তালিকায় শাসক দলের প্রভাবশালী নেতাদের পরিবারের নাম থাকায় বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা চলছে।

    এদিকে, চাকরিহারা আন্দোলনকারীরা জানিয়েছেন, এই নামগুলি তাঁরা আগেই চিহ্নিত করেছিলেন। শিক্ষক চিন্ময় মণ্ডলের দাবি, ‘আমরা বহুবার কমিশনকে জানিয়েছিলাম এই তালিকা প্রকাশ করতে। বিকাশ ভবনে গিয়েছি একাধিকবার, লিখিত আবেদনও করেছি। এখন যখন নতুন নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন আর গোপন রাখা সম্ভব হয়নি বলেই কমিশন তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে।’

    চাকরিহারাদের দাবি, অযোগ্যদের নাম প্রকাশিত হওয়ায় অন্তত নতুন পরীক্ষায় তাঁরা বসতে পারবেন না, কিন্তু যাঁরা বেআইনিভাবে চাকরি হারিয়েছেন, তাঁদের পদ পুনরুদ্ধার করা হবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। আইনি লড়াইয়ের পাশাপাশি এই বিতর্ক রাজনৈতিক মহলেও আরও উত্তাপ বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)