খেয়াল রাখেন না স্বামী, উত্তরপ্রদেশে ঘুমন্ত যুবককে কুপিয়ে ‘খুন’ স্ত্রীয়ের
প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের ২৫ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু খেয়াল রাখেন না স্বামী। সেই রাগেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় কুমার। বয়স ৪০ বছর। ২০০০ সালে কবিতার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটা ছিল সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। কবিতার অভিযোগ, বিয়ের কিছু বছর পর থেকে সঞ্জয় আর তাঁর খেয়াল রাখতেন না। সম্পূর্ণ উদাসীন হয়ে গিয়েছিলেন। এই নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিবাদ হত। সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, এরপরই স্বামীকে খুনের যড়যন্ত্র করেন কবিতা। সেই মতো ঘুমের মধ্যেই সঞ্জয়কে কুপিয়ে খুন করেন এবং সেখান থেকে চম্পট দেন তিনি। এমনটাই অভিযোগ উঠেছে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। শনিবার আটক করা হয় অভিযুক্তকে।
পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন কবিতা। তিনি জানিয়েছে, রাগের বশেই ঘুমন্ত স্বামীকে তিনি কুপিয়ে খুন করেছেন। তাঁর কাছে আর কোনও রাস্তা ছিল না। তারপর ধরা পড়ার ভয়ে তিনি সেখান থেকে চম্পট দেন।