• নিবেদিতা সেতু দিয়ে যাওয়ার ছাড়পত্র, সাময়িক কর্মবিরতি উঠল মৌরিগ্রামের ট্যাঙ্কার মালিকদের
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: সাময়িক জট কাটল পুলিশের সঙ্গে বৈঠকে। দ্বিতীয় হুগলি সেতু নয়, আপাতত নিবেদিতা সেতু দিয়ে ট্যাঙ্কার চলাচল করবে। হাওড়া পুলিশের থেকে এই বার্তা দেওয়া হয়েছে। ট্যাঙ্কার মালিকদের কর্মবিরতি থেকে সরে আসতেও অনুরোধ করা হয়। তারপরই নিজেদের কর্মবিরতি থেকে আপাতত সরলেন মৌড়িগ্রামের ট্যাঙ্কার মালিকরা। শনিবার দিনভর কর্মবিরতি চলেছিল। আগামী কাল, সোমবার হাওড়ার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক আছে। সেই বৈঠকের পরই স্থির সিদ্ধান্ত নেওয়া হবে। এমনই ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।

    আজ, রবিবার ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিকের একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই সমস্যা সমাধানের পথ বার করার চেষ্টা হয়। দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের মেরামতি চলছে। সেজন্য দুপুর ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত ওইসব রাস্তায় তেলের ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে বলে প্রশাসন সূত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে। কিন্তু মাত্র চার ঘণ্টায় তেল নিয়ে বিপুল সংখ্যায় তেল নিয়ে ট্যাঙ্কার যাতায়াতে সমস্যা হচ্ছে। এই অল্প সময়ে যাতায়াতে ছাড়পত্রের জন্য ট্যাঙ্কার গন্তব্যে পৌঁছতেই পারছে না বলে অভিযোগ। ফলে প্রচুর ক্ষতি হচ্ছে ট্যাঙ্কার চালক ও মালিকদের। এই অবস্থায়, গতকাল থেকে ট্যাঙ্কার চালক ও মালিকরা কর্মবিরিতে যান। মৌড়িগ্রামের ডিপো থেকে কোনও ট্যাঙ্কার জ্বালানি নিয়ে বেরোয়নি। রবিবারও কর্মবিরতি চললে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু পেট্রল পাম্প ড্রাই হয়ে যাওয়ার আশঙ্কা হয়েছিল। জ্বালানি সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কাও হয়েছিল।

    সেই আবহে এদিন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিকের একটি বৈঠক হয়। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ সেন রবিবার জানান, পুলিশের সঙ্গে বৈঠকের পর, দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে নিবেদিতা সেতু দিয়ে তেলের ট্যাঙ্কার যাওয়ার অনুমতি দিয়েছে পুলিশ। পাশাপাশি রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকলেও আপদকালীন পরিষেবা হিসেবে এদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মৌড়িগ্রামের ট্যাঙ্কারগুলিকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তিনি আরও জানান, নিত্যদিনের নো এন্ট্রির জট খলবে কিনা তা সোমবার হাওড়ার পুলিশ কমিশনারের সঙ্গে সমস্যার সমাধান নিয়ে বৈঠকের পরই বোঝা যাবে।

    প্রসঙ্গত, দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়েতে মেরামত চলার জন্য বর্তমানে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দিনের নির্দিষ্ট সময় দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করছে। সেরকমই দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মাত্র ৪ ঘন্টা সময় ওই দুই জায়গা দিয়ে তেলের ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে বলে পুলিশের তরফে জানানো হয়। কিন্তু মাত্র এইটুকু সময় যাতায়াতের জন্য ছাড় মেলায় মৌড়িগ্রাম ডিপোর ট্যাঙ্কারগুলি ওইটুকু সময়ের মধ্যে পেট্রোল পাম্পে পৌঁছোতে পারছে না। ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ট্যাঙ্কার মালিকরা বলে তাঁদের অভিযোগ। পাশাপাশি ট্যাঙ্কারের চালক ও খালাসিরাও পুলিশের কাছে হেনস্থা হচ্ছেন। মৌড়িগ্রাম ডিপো থেকে প্রায় ইন্ডিয়ান ওয়েল ও এইচপিসিএলের প্রায় ৫৫০টি ট্যাঙ্কার চলে।
  • Link to this news (প্রতিদিন)