• ১৬ দিন পর কুয়োয় মিলল নিখোঁজ বধূর দেহ, পরকীয়ায় জড়ানোয় খুন?
    প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কুয়ো থেকে উদ্ধার হল নিখোঁজ মহিলার পচাগলা দেহ। মৃতের নাম আলেয়া বিবি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর-ফরিদপুর থানার রাঙামাটি গ্রামে। মৃতার স্বামীর অভিযোগ, স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। সেই পরকীয়া থেকেই কি খুন? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা ছিলেন বছর ৩৫-এর আলেয়া বিবি। স্বামী গিয়াসউদ্দীন ও দুই ছেলেমেয়েকে নিয়ে তাঁর সংসার। গত ১৬ আগস্ট থেকে নিখোঁজ হয়ে যান ওই মহিলা! অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীর কোনও সন্ধান না পেয়ে দুর্গাপুর-ফরিদপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। আজ, রবিবার ওই মহিলার মৃতদেহ উদ্ধার হল।

    শ্রীকৃষ্ণপুর গ্রামের পেটো থানার কালীমন্দির সংলগ্ন এলাকায় পরিত্যক্ত একটি কুয়ো আছে। সেই কুয়োর ভিতর থেকে উদ্ধার হল আলেয়া বিবির পচাগলা দেহ। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্বামী গিয়াসউদ্দীনের অভিযোগ, স্ত্রীর নিখোঁজ হওয়ার দিন সকালে তিনি ছেলেকে গৃহশিক্ষকের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি স্ত্রীকে বাড়িতে দেখতে পাননি। বাড়িতে থাকা পাঁচ ভরি সোনার গয়না ও নগদ ২০ হাজার টাকাও ছিল না। সেসব আলেয়া বিবি সঙ্গে নিয়ে গিয়েছিলেন বলেই তিনি প্রাথমিকভাবে মনে করেছিলেন।

    স্বামীর অভিযোগ, স্ত্রী এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। এর আগে আলেয়া এক পুরুষের সঙ্গে বাড়ি ছেড়েছিলেন! পরে ফিরেও এসেছিলেন। সেই পরকীয়া সম্পর্কের টানেই কি ফের গয়না, টাকা নিয়ে ঘর ছেড়েছিলেন আলেয়া বিবি? পরকীয়া সম্পর্কের থেকেই কি খুন? নাকি অন্য কিছু? মৃতার স্বামী কতটা সত্য বলছেন? সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)