বাংলার মুকুটে নয়া পালক, স্বচ্ছতায় সেরা বসিরহাটকে আবর্জনামুক্ত শহরের সম্মান দিল কেন্দ্র
প্রতিদিন | ০১ সেপ্টেম্বর ২০২৫
গোবিন্দ রায়, বসিরহাট: বাংলার মুকুটে আরও এক নয়া পালক। কেন্দ্রীয় সরকারের কাছে আবারও সম্মানিত হল পুরসভা। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে পরিচালিত স্বচ্ছ মিশন ২.০-এর অংশ হিসেবে সম্প্রতি বসিরহাট শহরের পাশাপাশি গোটা রাজ্যজুড়ে চালানো হয়েছিল এক বিশেষ সমীক্ষা। শহরের প্রতিটি ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণ, সংগ্রহ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহার কতটা কার্যকর হচ্ছে, তা যাচাই করা হয়। সমীক্ষার ফলাফলে বসিরহাট পুরসভা পেয়েছে গর্বের স্বীকৃতি, আবর্জনামুক্ত শহরের তকমা।
নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও প্রশাসনের উদ্যোগের ফলেই এই সম্মান এসেছে। এমনই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই সাফল্যের পর শহরজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ক্লাব, স্কুল এবং সামাজিক সংগঠনগুলিও দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছিল। সকলের অক্লান্ত প্রচেষ্টারই স্বীকৃতি এই সাফল্য। একাধিক কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বসিরহাট পুরসভার পুরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী জানান, আগামী দিনে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি দরজায় দরজায় বর্জ্য সংগ্রহ, ভেজা ও শুকনো আবর্জনা আলাদা করার প্রকল্প আরও জোরদার করা হবে।
পরিবেশবিদদের মতে, এই সাফল্যের ফলে বসিরহাট শুধু জেলার নয়, গোটা রাজ্যের মধ্যেই একটি রোল মডেল শহর হিসেবে উঠে এসেছে। এতে যেমন দূষণ কমবে, তেমনই নাগরিকদের জীবনযাত্রার মানও অনেকটা উন্নত হবে। প্রশাসনের আশা নাগরিকদের সহযোগিতা অব্যাহত থাকলে বসিরহাট পুরসভা আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে উঠবে।