• সুপ্রিম কোর্টে DA এবং OBC মামলার শুনানি, SSC ভবন অভিযান, সোমবার আর কী কী খবরে নজর?
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • সুপ্রিম কোর্টে সোমবার DA এবং OBC মামলার শুনানি হওয়ার কথা। সোমবার ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে উঠছে ডিএ মামলা। সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। এর আগে একাধিকবার পিছিয়েছে এই মামলার শুনানি। অন্য দিকে OBC মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে জয়েন্ট এন্ট্রান্স-সহ অন্যান্য পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আজ, সোমবার সেই মামলার শুনানি হবে।

    বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে যোগ দিলেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁর সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ ললিতেশ ত্রিপাঠিও। প্রসঙ্গত, ১৭ অগস্ট থেকে বিহারে 'ভোটার অধিকার যাত্রা' করছে কংগ্রেস। ১ সেপ্টেম্বর, সোমবার একটি মেগাসভার মাধ্যমে এই যাত্রা শেষ হওয়ার কথা রয়েছে । পশ্চিমবঙ্গ, বিহারের পাশাপাশি গোটা দেশে SIR ইস্যু নিয়ে রাজনৈতিক তরজা ক্রমে জোরদার হচ্ছে ৷ বারবার ভোট চুরির অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ এই পরিস্থিতিতে সোমবার একজোট হিসেবে নিজেদের তুলে ধরতে তৎপর বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা।

    যোগ্য শিক্ষক-শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাসের নেতৃত্বে হবে SSC ভবন অভিযান। আজ, সোমবার সংগঠনের পক্ষ থেকে করুণাময়ী মোড় থেকে SSC ভবন পর্যন্ত মিছিল করা হবে। সেখানে লাগাতার অনশন ও অবস্থান চলবে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

    সোমবার আরামবাগ এবং ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে হবে এই বৈঠক। বৈঠকে দলের সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়কদের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।এই বৈঠকে অভিষেক কী কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।

    CAFA নেশন্স কাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় ফুটবল দল। তাজিকিস্তানকে হারিয়েছে ২-১ গোলে। সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে ভারতে হয়ে মাঠে নামছেন গুরপ্রীত সিং সান্ধু, আনোয়ার আলিরা। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য খালিদ জামিলের দলের। তবে লড়াইটা সহজ হবে না কোনও মতেই।তাজিকিস্তানে হবে এই খেলা। ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে খেলা।ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ দেখা যাবে ম্যাচ।

  • Link to this news (এই সময়)