• ঘাটতি নিয়েই শেষ অগস্ট, কম বৃষ্টিতে দেড় দশকে চতুর্থ স্থানে
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়: এক মাস আগেই হাওয়া অফিসের রেকর্ড বইয়ে নাম তুলে জুলাইয়ের সমাপ্তি হয়েছিল কলকাতায়। ২০১১ থেকে ২০২৫— এই ১৫ বছরের মধ্যে এ বারের জুলাই মাস মহানগরে আর্দ্রতম। কিন্তু তার পরের মাসেই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন। রবিবার, অগস্টের শেষ দিনে দেখা গেল, অগস্টে বৃষ্টির পরিমাণ ২৭৮.৩ মিলিমিটার। অগস্টের কলকাতা গড়ে বৃষ্টি পায় ৩৭২.১ মিলিমিটার। অর্থাৎ, ঘাটতি প্রায় ৯৪ মিলিমিটার। ২০১১ থেকে ২০২৫, এই দেড় দশকে অগস্টের কলকাতা এর চেয়ে কম বৃষ্টি পেয়েছে মাত্র তিন বার।

    কলকাতায় এ বছর জুনেও বৃষ্টির ঘাটতি ছিল। তবে জুলাইয়ের বঙ্গোপসাগরে পর পর তৈরি কয়েকটি শক্তিশালী নিম্নচাপের প্রভাবে কলকাতা চার দিন ভারী বৃষ্টি পেয়েছিল। মূলত ওই চার দিনের দৌলতেই এখনও পর্যন্ত মোটের উপর বৃষ্টিপাত (কিউমুলেটিভ রেনফল) গড়ের চেয়ে অনেকটাই উপরে রয়েছে। আবহবিদদের হিসেব বলছে, বর্ষার চতুর্থ তথা শেষ মাস সেপ্টেম্বরে কলকাতা ১৫০ মিলিমিটারের মতো বৃষ্টি পেলেই বর্ষার চার মাসের কোটা ঠিকঠাক পূরণ হবে— বৃষ্টিপাতের ঘাটতি থাকবে না।

    আবহবিদরা জানাচ্ছেন, রবিবার বিকেল পর্যন্ত পাওয়া উপগ্রহচিত্রে সমুদ্রে নিম্নচাপ তৈরির কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাজস্থানের বিকানের, কোটা হয়ে মধ্যপ্রদেশের সিওনির উপর দিয়ে ছত্তিসগড়ের দুর্গ এবং ওডিশার ভবানীপাটনা ও গোপালপুরের উপর একটি মৌসুমি অক্ষরেখা পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    তার প্রভাবে কাল, মঙ্গল ও পরশু, বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রাবল্য কিছুটা বাড়ার সম্ভাবনা। কাল, মঙ্গলবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরশু, বুধবারও দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বলে জানানো হয়েছে।

    এ বছর মার্চ–এপ্রিল নাগাদ মৌসম ভবনের পূর্বাভাস ছিল যে, বর্ষার চার মাসে দেশ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পাবে। এখনও পর্যন্ত উত্তর–পূর্ব ভারতের কিছু এলাকা ছাড়া দেশের বাকি অংশে এই পূর্বাভাস অনেকটাই মিলেছে। বিশেষ করে, দক্ষিণ ভারতের কর্নাটক, পশ্চিমের মহারাষ্ট্র এবং উত্তর ভারতের কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে এ বার বৃষ্টির পরিমাণ খুবই বেশি।

  • Link to this news (এই সময়)