সভ্যতা ও প্রাণের রহস্যের খোঁজে আহিরীটোলা সর্বজনীন, এ বারের দুর্গাপুজোয় থিম— প্রবাহ
এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
কবে কোন পুজো দেখে নিতে হবে? কবে শুরু করতে হবে প্যান্ডেল হপিং? দুর্গাপুজো কাছে এসে গেলেই বাড়িতে, বন্ধুদের গ্রুপে তৈরি হতে থাকে এমন সব লিস্ট। প্যান্ডেল হপিংয়ে থাকতেই হবে উত্তর কলকাতা। আর সেই তালিকায় বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে জায়গা পায় বেশ কিছু সর্বজনীন। তার মধ্যেই রয়েছে আহিরীটোলা সর্বজনীন। সাবেকি পুজো পেরিয়ে থিমের ছোঁয়া, পাল্টে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে দশকের পর দশক ধরে পুজো করে গিয়েছে আহিরীটোলা সর্বজনীন। এ বারও তার অন্যথা হয়নি।
আহিরীটোলা সর্বজনীনে এ বারের থিম
বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এ বার প্রকৃতির রহস্য বোঝার চেষ্টা করছে এই পুজো কমিটি। পুরাণ, লোক বিশ্বাস, বিজ্ঞান, প্রকৃতি সব যেখানে একাকার হয়ে যায়, সেই বিন্দু ছোঁয়ার চেষ্টায় আহিরীটোলা সর্বজনীন। কী ভাবে প্রাণ ফুটে ওঠে? কী ভাবে গাছ জন্মায়, কী ভাবে এগিয়ে চলে সভ্যতা? এমনই সব নানা রহস্য এবং তাকে ঘিরে বহু প্রশ্ন ফুটে উঠছে শিল্পীর ভাবনায়। এ বার আহিরীটোলা সর্বজনীনের থিম- প্রবাহ।
এ বার ৮৬তম বছরে পড়েছে এই পুজো। এ বছর এই পুজোর শিল্পী অনির্বাণ দাস। আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির চিফ কন্ট্রোলার শমীক কুমার সাহা জানাচ্ছেন, যন্ত্র, মন্ত্র ও তন্ত্রের মধ্যে নিহিত দর্শনের খোঁজ ফুটিয়ে তোলা হবে মণ্ডপের সজ্জায়।
এখন জোরকদমে চলছে কাজ। পুজো মণ্ডপের অন্দরসজ্জা প্রস্তুত করতে ব্যস্ত শিল্পীরা। বিভিন্ন ধরনের প্রতিমা থাকছে মণ্ডপের অন্দরে। আলো-আঁধারির শৈল্পিক ছোঁয়া থাকবে, চলছে সেই কাজ।