• পথ আটকে পুজো, কী বলছে দক্ষিণ কলকাতা?
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • শহর জুড়ে এখন পুজোর গন্ধ। জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। আর এর জেরেই প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে আম–জনতাকে। কারণ উত্তর কলকাতার অনেক জায়গাতেই মণ্ডপ তৈরি হচ্ছে রাস্তা দখল করে। ফি বছরের এই সমস্যা নিয়ে কী বলছেন উদ্যোক্তারা? স্থানীয় বাসিন্দা, প্রশাসনের বক্তব্যই বা কী?
    ** ** **

    শিবমন্দির
    পুজোর বয়স — ৮৯ বছর
    যে রাস্তায় পুজো — লেক টেম্পল রোড

    শান্ত পাড়ায় পুজোর দিনগুলো বহু লোকজনের ভিড় জমে। বাড়িতে যাতায়াতে সমস্যা হয়। কিছু করার নেই, সহ্য করতে হয় অয়ন বসু, স্থানীয় বাসিন্দা।
    পুজোর এক সপ্তাহ আগে থেকে লেক টেম্পল রোড বন্ধ করা হয়। পুরো ব্যবস্থাটা পুলিশই করে। কী ভাবে এবং কোন রাস্তা দিয়ে গাড়ি যাবে, সে বিষয়ে অনেক আগে থেকেই নির্দেশিকা দেওয়া হয়। লেক টেম্পল রোডে এমনিতেই যান চলাচল খুব কম। কাজেই আমাদের পুজোর জন্য তেমন কারও সমস্যা হয় না পার্থ ঘোষ, পুজো কমিটির সদস্য
    ** ** **

    সমাজসেবী সংঘ
    পুজোর বয়স — ৮০ বছর
    যে রাস্তায় পুজো — লেক রোড

    সবচেয়ে সমস্যা হয় বাড়িতে আত্মীয়–স্বজন আসার সময়ে। অ্যাপ ক্যাব ঢুকতে চায় না। রাতের দিকে বেশ সমস্যায় পড়তে হয় সন্দীপন বসু রায়, স্থানীয় বাসিন্দা।
    আগে পুজো হতো লেক রোড এবং লেক ভিউ রোডের জংশনে। ট্রাফিক সমস্যা এড়াতেই ১০–১২ বছর আগে পুজোর জায়গা পিছিয়ে লেক রোডে এনেছি। রাজা বসন্ত রায় রোড, অনিল রায় রোড এবং লেক টেরেস — এই তিনটি ফিডার রোড দিয়ে পুজোর সময়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। তাই যান চলাচল নিয়ে কোনও সমস্যা হয় না অরিজিৎ মৈত্র, পুজো কমিটির সদস্য।
    ** ** **

    একডালিয়া এভারগ্রিন
    পুজোর বয়স — ৮৩ বছর
    যে রাস্তায় পুজো — এন সি চৌধুরী রোড

    দিনে তেমন কোনও সমস্যা হয় না। কিন্তু রাতের দিকে এত ভিড় হয় যে, যাতায়াতই করা যায় না। ওই সময়ে গাড়ি বার করা যায় না, হেঁটে বেরোনোতেও সমস্যা হয়। বিশেষ করে যাদের বাড়িতে বয়স্করা রয়েছেন, তাঁদের বেশি সমস্যা অন্বয় মণ্ডল, স্থানীয় বাসিন্দা।
    এত বড় পুজোর জন্য একটা রাস্তাও বন্ধ থাকে না। মণ্ডপের এক পাশের রাস্তা খোলা থাকে। পুজোর ছুটি পড়ার আগে পর্যন্ত মণ্ডপের পাশ দিয়েই সাউথ পয়েন্টের বাস যায়। এ ছাড়াও পুজোর সময়ে ম্যান্ডেভিলা গার্ডেন্স দিয়ে গাড়ি নিয়ে এসে মণ্ডপের পিছনে গাড়ি রেখে লোকজন ঠাকুর দেখেন। এই পুজোর জন্য যাতায়াতে অসুবিধা হয়েছে, এমন অভিযোগ ৮২ বছরে কেউ করেননি, স্বপন মহাপাত্র, পুজো কমিটির সদস্য।
  • Link to this news (এই সময়)