‘সন্ত্রাসবাদকে রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসবাদ নিয়ে কোনও দ্বিচারিতা বরদাস্ত করা যাবে না,’ SCO মঞ্চে রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
SCO সামিটের মঞ্চ থেকে সন্ত্রাসবাদ নিয়ে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতেই সীমান্ত সন্ত্রাস নিয়ে সরব মোদী
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন(এসএসসি) প্রথমে ১৮০৪ জনে এবং পরে আরও দু’জনের নাম ‘দাগি’ হিসেবে প্রকাশ করেছিল। কমিশনের প্রকাশ করা তালিকায় নবম–দশম ও একাদশ–দ্বাদশে শিক্ষক পদে ‘টেন্টেড’–দের অধিকাংশই প্রশ্ন তুলেছিলেন, কোন ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে? এ বার এসএসসি-র সেই তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ‘দাগি’-দের একাংশ।
SCO সামিটের মঞ্চে রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশে একে অন্যকে অর্থনৈতিক সহযোগিতার বার্তা দিলেন শি জিংপিং।
রবিবার গভীর রাতে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে শক্তিশালী কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.০। জানা গিয়েছে, এই ভূমিকম্প ব্যাপক ক্ষতিগ্রস্ত আফগানিস্তান। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কমপক্ষে মৃত ২০, আহত শতাধিকেরও বেশি।
আমেরিকার চোখরাঙানি, শুল্কের খাঁড়া সত্ত্বেও পুতিনের সঙ্গে বন্ধুত্বে ছেদ নয়। SCO বৈঠক থেকে ছবি পোস্ট করে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
তিন দেশের রাষ্ট্রপ্রধানের ‘বন্ধুত্ব’-এর ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনা ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘তিয়ানজিনে আলাপচারিতা আরও দীর্ঘ হবে। এসসিও সামিটের আগে প্রেসিডেন্ট পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি-এর সঙ্গে চলছে দৃষ্টিভঙ্গির আদানপ্রদান।’
চিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ বৈঠকের উদ্বোধন করলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। চিনের তিয়ানজিনে হচ্ছে এই সম্মেলন।
আজ একমঞ্চে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার বিরুদ্ধে ‘ব্রিকস’ গোষ্ঠীকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা ‘তিনমূর্তি’-র।