কয়েকদিন রোদের মুখ দেখেছিল দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দপ্তরের নতুন যা পূর্বাভাস তাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই। সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের উপরে স্কোয়াল ফন্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে বয়ে আসা গরম পূবালী হাওয়ার সঙ্গে দেশের পশ্চিম অঞ্চল থেকে আসা শীতল হাওয়ার সংঘাতের ফলেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বৈজ্ঞানিক পরিভাষায় স্কোয়াল ফন্ট বা স্কোয়াল লাইনকে বলা হয় কোয়াসি লিনিয়ার কনভেক্টিভ সিস্টেম। সহজ ভাষায় বললে, এটি একটি কাল্পনিক সরলরেখা। এই রেখা বরাবর ঠান্ডা ও গরম বায়ুর সংঘাতের ফলে প্রবল ঝড় এবং বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই স্কোয়াল ফন্ট তৈরি হওয়ার ফলে উল্লম্ব মেঘ বা কিউমুলোনিম্বাস তৈরি হতে পারে। সোমবার রাত ১১টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এই মেঘের ঘনত্ব বাড়বে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়ই বজ্রপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পাশাপাশি এই স্কোয়াল ফন্টের জেরে ওডিশায় চলে যাওয়া মৌসুমি অক্ষরেখা আজ ফের বাংলায় ফিরতে পারে। ফলে সোমবার রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
বজ্রপাতের সময় সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দপ্তর। খোলা জায়গায় সেই সময় কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই অ্যাপের মাধ্যমে কোনো একটি এলাকায় পরবর্তী ২ ঘণ্টায় সম্ভাব্য বজ্রপাতের আগাম অ্যালার্ট পাওয়া যাবে, জানিয়েছে আবহাওয়া অফিস।
উত্তরবঙ্গে আজ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দু’-একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরো কমবে উত্তরে। উপরের পাঁচ জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হতে পারে।
কলকাতায় সোমবার সারাদিন শুকনো আর্দ্র আবহাওয়া় থাকবে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।