পুজোর মাসের প্রথমেই স্বস্তি, এক ধাক্কায় অনেকটা দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের...
আজকাল | ০১ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমল। আজ, ১ সেপ্টেম্বর থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় ৫১.৫০ টাকা কমেছে। রবিবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে।
তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও রদবদল হয়নি। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮২৯ টাকা। ফলে সাধারণ মধ্যবিত্তের হেঁশেলের খরচে কোনও সুরাহা হল না। কিন্তু, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমায় পুজোর আগে ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও স্বস্তি।
সংশোধনের পর, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম হল ১,৫৮০ টাকা। কলকাতায় নয়া দাম হল ১,৬৮৪ টাকা।
বিগত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমছে। এর আগে, তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমিয়েছিল। তার আগে ১লা জুলাই, ওএমসিগুলি ৫৮.৫০ টাকা কমিয়েছিল।
এর আগে জুন মাসে, তেল সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৪ টাকা ককমিয়েছিল। ফলে দাম দাঁড়িয়েছিল ১,৭২৩.৫০ টাকা। এপ্রিল মাসে, দাম ছিল ১,৭৬২ টাকা। ফেব্রুয়ারিতে সাত টাকা দাম কমানো হয়েছিল। তবে, মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছয় টাকা বৃদ্ধি পেয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের এই দাম হ্রাস সরাসরি রেস্তোরাঁ, হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে উপকৃত করবে। এসব ক্ষেত্রে দৈনন্দিন কার্যক্রমের জন্য এই হাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করে।
বিশ্বব্যাপী অপরিশোধিত গ্যাসের দাম এবং অন্যান্য বাজারের কারণের উপর ভিত্তি করে নিয়মিত মাসিক সংশোধনের অংশ হিসেবে মূল্য সমন্বয় করা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই মাসে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে ৩০০ টাকা লক্ষ্যমাত্রা ভর্তুকি অনুমোদন করেছে, যা ২০২৫-২৬ অর্থবছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য নয়'টি রিফিল পর্যন্ত (এবং আনুপাতিকভাবে পাঁচ কেজি সিলিন্ডারের জন্য) ১২,০০০ কোটি টাকা ব্যয়ে প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০১৬ সালের মে মাসে দেশজুড়ে দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলাদের আমানত-মুক্ত এলপিজি সংযোগ প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছিল। ১ জুলাই, ২০২৫ তারিখের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ১০.৩৩ কোটি গ্যাস সংযোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আন্তর্ভুক্ত।