নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়ায় বলরামপুরে একটি পেট্রল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া মালতি এলাকার জাতীয় সড়কের ধারে ওই পেট্রল পাম্পে গতকাল, রবিবার রাতে দুটি বাইকে করে পাঁচজন দুষ্কৃতী আসে। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রল পাম্পের কর্মীদের ক্যাশ কাউন্টারে নিয়ে যায়। সেখান থেকে তারা লক্ষাধিক টাকা লুট করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে পাম্পের কর্মীদের মারধরও করা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, ওই পেট্রল পাম্পে লুটপাট চালিয়ে দুষ্কৃতীরা জাতীয় সড়ক ধরে ঝাড়খণ্ডের চান্ডিলের দিকে পালিয়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিস। পেট্রল পাম্পের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি সমস্ত নাকা পয়েন্টগুলিতে তল্লাশি চালানো হয়। যদিও দুষ্কৃতীদের নাগালে পাওয়া যায়নি।