বর্তমানে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে কলকাতায় খরচ পড়বে ১ হাজার ৬৮৪ টাতা। দিল্লিতে দাম কমে দাঁড়াল ১ হাজার ৫৮০ টাকা। মুম্বই এবং চেন্নাইয়েও কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন নেই কলকাতায় ৮২৯ টাকা দরেই কিনতে হবে সিলিন্ডার।
হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম ফের কমায় নিঃসন্দেহে তা চাপ কমাবে ব্যবসায়ীদের। ফের একদফা বাণিজ্যিক গ্যাসের দাম কমায় স্বস্তি পাবেন LPG চালিত গাড়ির মালিকরাও। তবে আমজনতার উপর এর বিশেষ প্রভাব পড়ার কথা নয়। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের ঠিক আগে আগে সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তারপর থেকে পরপর কয়েক মাস কমছে বাণিজ্যিক গ্যাসের দাম।
বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। গত এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়ায় কেন্দ্র। যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা। পুজোর মুখে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম কমেনি।